ফ্যাক্টচেক ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক এই অভিযোগ করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
এরই মধ্যে শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছের—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেশীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল টুয়েন্টিফোরের লোগো রয়েছে।
৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আইনজীবী ‘জয় বঙ্গবন্ধু, জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে...জয় বাংলা।’
‘মাসুম আলী খাঁন’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বেলা ২টা ৩৮ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘ভিতরে শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হচ্ছে, কিন্তু বাহিরে আইনজীবীদের জয় বাংলা স্লোগান কি কেউ দেখছে না।’ (বানান অপরিবর্তিত)
আজ সোমবার (২ জুন) বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার বার এবং ৫ হাজার ১০০টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৩২৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১ হাজার ৪০০ বার।
সত্য মনে করে কেউ কেউ পোস্টে কমেন্ট করেছেন। Mamun Howlader নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘সময়ের সাহসী বীর ইনশাআল্লাহ আপনাদের এই সাহস ও বীরত্ব কে জাতির কিছু কুলাংগার ছাড়া বাকি সবাই মনে রাখবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ (বানান অপরিবর্তিত) Md Morshedul Islam লিখেছেন, ‘একাত্তরের চেতনা বিশ্বাসীদের পক্ষ থেকে আপনাকে স্যালুট।’ (বানান অপরিবর্তিত)
Dalowar Hossain, বঙ্গবন্ধুর সৈনিক ও Olliur Rahman নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা চ্যানেল টুয়েন্টিফোরের লোগোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের একটি পোস্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৫ অক্টোবরে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা আইনজীবী, তাঁদের স্লোগান, আশপাশের পরিবেশের মিল রয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আদালতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মিছিল।’
একই তারিখে চ্যানেল টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলেও একই শিরোনামে ভিডিওটি পাওয়া যায়।
ভিডিও প্রকাশের তারিখ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আজকের পত্রিকায় ২০২৪ সালের ১৫ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১৫ অক্টোবরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান ও ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় আওয়ামী লীগের আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন।
এ ছাড়া গতকাল শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন—এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। গত বছরের ১৫ অক্টোবরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান ও ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় আওয়ামী লীগের আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন। সেই ঘটনার দৃশ্য এটি।
জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক এই অভিযোগ করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
এরই মধ্যে শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছের—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেশীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল টুয়েন্টিফোরের লোগো রয়েছে।
৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আইনজীবী ‘জয় বঙ্গবন্ধু, জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে...জয় বাংলা।’
‘মাসুম আলী খাঁন’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বেলা ২টা ৩৮ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘ভিতরে শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হচ্ছে, কিন্তু বাহিরে আইনজীবীদের জয় বাংলা স্লোগান কি কেউ দেখছে না।’ (বানান অপরিবর্তিত)
আজ সোমবার (২ জুন) বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার বার এবং ৫ হাজার ১০০টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৩২৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১ হাজার ৪০০ বার।
সত্য মনে করে কেউ কেউ পোস্টে কমেন্ট করেছেন। Mamun Howlader নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘সময়ের সাহসী বীর ইনশাআল্লাহ আপনাদের এই সাহস ও বীরত্ব কে জাতির কিছু কুলাংগার ছাড়া বাকি সবাই মনে রাখবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ (বানান অপরিবর্তিত) Md Morshedul Islam লিখেছেন, ‘একাত্তরের চেতনা বিশ্বাসীদের পক্ষ থেকে আপনাকে স্যালুট।’ (বানান অপরিবর্তিত)
Dalowar Hossain, বঙ্গবন্ধুর সৈনিক ও Olliur Rahman নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা চ্যানেল টুয়েন্টিফোরের লোগোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের একটি পোস্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৫ অক্টোবরে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা আইনজীবী, তাঁদের স্লোগান, আশপাশের পরিবেশের মিল রয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আদালতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মিছিল।’
একই তারিখে চ্যানেল টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলেও একই শিরোনামে ভিডিওটি পাওয়া যায়।
ভিডিও প্রকাশের তারিখ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আজকের পত্রিকায় ২০২৪ সালের ১৫ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১৫ অক্টোবরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান ও ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় আওয়ামী লীগের আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন।
এ ছাড়া গতকাল শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন—এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনার বিচারকাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের বাইরে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। গত বছরের ১৫ অক্টোবরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান ও ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় আওয়ামী লীগের আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন। সেই ঘটনার দৃশ্য এটি।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৩ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৬ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২০ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২১ দিন আগে