ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের হরিনাম প্রচারের দাবিতে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত ১৪ জুন ‘মোটিভেটর ঢালি’ নামের কলকাতাকেন্দ্রিক একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এতে উপস্থাপক দাবি করেন, ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা বেশি হলেও তারা হরিনাম সংকীর্তন করতে ভয় পায়, নিজের ধর্ম, আচার-আচরণ করতে ভয় পায়। অথচ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হলেও তারা মেট্রো স্টেশনে, মেট্রোরেলে হরিনাম সংকীর্তন করছে’। ভিডিওটি আজ মঙ্গলবার (২ জুলাই) বেলা আড়াইটা পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ৩২ হাজার, শেয়ার হয়েছে ১ হাজার ৭০০। বাংলাদেশি বিভিন্ন ফেসবুক পেজ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান মেট্রোরেলের অভ্যন্তরীণ দৃশ্যের সঙ্গে বাংলাদেশে চলমান মেট্রোরেলের অভ্যন্তরীণ দৃশ্যের মিল নেই।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘অর্জুন ভৌমিক’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ৭ জুন ভিডিওটি সেই অ্যাকাউন্টে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘গোবিন্দ বলো, হরি গোপাল বলো’। ভিডিওটি ধারণের লোকেশন দেওয়া রয়েছে ভারতের দিল্লি মেট্রোরেলে।
‘অর্জুন ভৌমিক’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পরিচয় যাচাইয়ে দেখা যায়, অর্জুন ভৌমিক নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। অ্যাকাউন্টটি ঘুরে দিল্লি মেট্রোরেলেই তাঁর ধারণ করা একাধিক গান পরিবেশনের ভিডিও পাওয়া যায়। এই নামে একটি ইউটিউব চ্যানেলও পাওয়া যায়। চ্যানেলটিতেও অর্জুন ভৌমিককে দিল্লি মেট্রোরেলে দলবল নিয়ে গান পরিবেশন করতে দেখা যায়।
সুতরাং এটি স্পষ্ট, বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের হরিনাম প্রচারের দাবিতে ভাইরাল ভিডিওটি ঢাকা মেট্রোরেলের নয়, এটি ভারতের দিল্লি মেট্রোরেলের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের হরিনাম প্রচারের দাবিতে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত ১৪ জুন ‘মোটিভেটর ঢালি’ নামের কলকাতাকেন্দ্রিক একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এতে উপস্থাপক দাবি করেন, ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা বেশি হলেও তারা হরিনাম সংকীর্তন করতে ভয় পায়, নিজের ধর্ম, আচার-আচরণ করতে ভয় পায়। অথচ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হলেও তারা মেট্রো স্টেশনে, মেট্রোরেলে হরিনাম সংকীর্তন করছে’। ভিডিওটি আজ মঙ্গলবার (২ জুলাই) বেলা আড়াইটা পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ৩২ হাজার, শেয়ার হয়েছে ১ হাজার ৭০০। বাংলাদেশি বিভিন্ন ফেসবুক পেজ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান মেট্রোরেলের অভ্যন্তরীণ দৃশ্যের সঙ্গে বাংলাদেশে চলমান মেট্রোরেলের অভ্যন্তরীণ দৃশ্যের মিল নেই।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘অর্জুন ভৌমিক’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ৭ জুন ভিডিওটি সেই অ্যাকাউন্টে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘গোবিন্দ বলো, হরি গোপাল বলো’। ভিডিওটি ধারণের লোকেশন দেওয়া রয়েছে ভারতের দিল্লি মেট্রোরেলে।
‘অর্জুন ভৌমিক’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পরিচয় যাচাইয়ে দেখা যায়, অর্জুন ভৌমিক নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। অ্যাকাউন্টটি ঘুরে দিল্লি মেট্রোরেলেই তাঁর ধারণ করা একাধিক গান পরিবেশনের ভিডিও পাওয়া যায়। এই নামে একটি ইউটিউব চ্যানেলও পাওয়া যায়। চ্যানেলটিতেও অর্জুন ভৌমিককে দিল্লি মেট্রোরেলে দলবল নিয়ে গান পরিবেশন করতে দেখা যায়।
সুতরাং এটি স্পষ্ট, বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের হরিনাম প্রচারের দাবিতে ভাইরাল ভিডিওটি ঢাকা মেট্রোরেলের নয়, এটি ভারতের দিল্লি মেট্রোরেলের।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৬ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৯ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৩ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৪ দিন আগে