ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের হরিনাম প্রচারের দাবিতে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত ১৪ জুন ‘মোটিভেটর ঢালি’ নামের কলকাতাকেন্দ্রিক একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এতে উপস্থাপক দাবি করেন, ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা বেশি হলেও তারা হরিনাম সংকীর্তন করতে ভয় পায়, নিজের ধর্ম, আচার-আচরণ করতে ভয় পায়। অথচ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হলেও তারা মেট্রো স্টেশনে, মেট্রোরেলে হরিনাম সংকীর্তন করছে’। ভিডিওটি আজ মঙ্গলবার (২ জুলাই) বেলা আড়াইটা পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ৩২ হাজার, শেয়ার হয়েছে ১ হাজার ৭০০। বাংলাদেশি বিভিন্ন ফেসবুক পেজ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান মেট্রোরেলের অভ্যন্তরীণ দৃশ্যের সঙ্গে বাংলাদেশে চলমান মেট্রোরেলের অভ্যন্তরীণ দৃশ্যের মিল নেই।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘অর্জুন ভৌমিক’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ৭ জুন ভিডিওটি সেই অ্যাকাউন্টে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘গোবিন্দ বলো, হরি গোপাল বলো’। ভিডিওটি ধারণের লোকেশন দেওয়া রয়েছে ভারতের দিল্লি মেট্রোরেলে।
‘অর্জুন ভৌমিক’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পরিচয় যাচাইয়ে দেখা যায়, অর্জুন ভৌমিক নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। অ্যাকাউন্টটি ঘুরে দিল্লি মেট্রোরেলেই তাঁর ধারণ করা একাধিক গান পরিবেশনের ভিডিও পাওয়া যায়। এই নামে একটি ইউটিউব চ্যানেলও পাওয়া যায়। চ্যানেলটিতেও অর্জুন ভৌমিককে দিল্লি মেট্রোরেলে দলবল নিয়ে গান পরিবেশন করতে দেখা যায়।
সুতরাং এটি স্পষ্ট, বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের হরিনাম প্রচারের দাবিতে ভাইরাল ভিডিওটি ঢাকা মেট্রোরেলের নয়, এটি ভারতের দিল্লি মেট্রোরেলের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের হরিনাম প্রচারের দাবিতে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত ১৪ জুন ‘মোটিভেটর ঢালি’ নামের কলকাতাকেন্দ্রিক একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। এতে উপস্থাপক দাবি করেন, ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা বেশি হলেও তারা হরিনাম সংকীর্তন করতে ভয় পায়, নিজের ধর্ম, আচার-আচরণ করতে ভয় পায়। অথচ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হলেও তারা মেট্রো স্টেশনে, মেট্রোরেলে হরিনাম সংকীর্তন করছে’। ভিডিওটি আজ মঙ্গলবার (২ জুলাই) বেলা আড়াইটা পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ৩২ হাজার, শেয়ার হয়েছে ১ হাজার ৭০০। বাংলাদেশি বিভিন্ন ফেসবুক পেজ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান মেট্রোরেলের অভ্যন্তরীণ দৃশ্যের সঙ্গে বাংলাদেশে চলমান মেট্রোরেলের অভ্যন্তরীণ দৃশ্যের মিল নেই।
পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘অর্জুন ভৌমিক’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ৭ জুন ভিডিওটি সেই অ্যাকাউন্টে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘গোবিন্দ বলো, হরি গোপাল বলো’। ভিডিওটি ধারণের লোকেশন দেওয়া রয়েছে ভারতের দিল্লি মেট্রোরেলে।
‘অর্জুন ভৌমিক’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পরিচয় যাচাইয়ে দেখা যায়, অর্জুন ভৌমিক নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। অ্যাকাউন্টটি ঘুরে দিল্লি মেট্রোরেলেই তাঁর ধারণ করা একাধিক গান পরিবেশনের ভিডিও পাওয়া যায়। এই নামে একটি ইউটিউব চ্যানেলও পাওয়া যায়। চ্যানেলটিতেও অর্জুন ভৌমিককে দিল্লি মেট্রোরেলে দলবল নিয়ে গান পরিবেশন করতে দেখা যায়।
সুতরাং এটি স্পষ্ট, বাংলাদেশি হিন্দুধর্মাবলম্বীদের হরিনাম প্রচারের দাবিতে ভাইরাল ভিডিওটি ঢাকা মেট্রোরেলের নয়, এটি ভারতের দিল্লি মেট্রোরেলের।
ভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে মাঝে মাঝে তাকে নিয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনি একটি তথ্য...
৩ দিন আগেকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা তরুণী পর্যটক ছিলেন। তাঁর গাড়ি থামিয়ে ছিনতাই...
৪ দিন আগে