Ajker Patrika

ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ভাইরাল ছবিটি ভুয়া

রিদওয়ানুল ইসলাম, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৮: ১৯
ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ভাইরাল ছবিটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিলিস্তিনের পতাকা হাতে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। 

‘ফিলিস্তিনের পতাকা হাতে এবার লিওনেল মেসি। এমন একটি ফেসবুক পোস্ট আমারা সবাই আসা (আশা) করি’—এমন ক্যাপশন দিয়ে বিভিন্ন আইডি, গ্রুপ এবং পেজ থেকে ছবিটি শেয়ার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ছবি। ছবি: সংগৃহীতফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

তবে ছবিটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, ২০২১ সালে আইকনস ডটকম নামের একটি বিপণন সংস্থার প্রচারের উদ্দেশ্যে তোলা মেসির একটি ছবি সম্পাদনা করে তাঁর হাতে ফিলিস্তিনের পতাকা বসিয়ে দেওয়া হয়েছে।

রিভার্স ইমেজ সার্চে লিওনেল মেসির ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২১ সালের ১১ মে পোস্ট করা অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। ফিলিস্তিনের পতাকা হাতে লিওনেল মেসির যে ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেটির সঙ্গে ওই ছবির সাদৃশ্য রয়েছে। মূল ছবিতে আইকনস ডটকমের একটি অ্যাড কার্ড হাতে পোজ দিয়েছেন মেসি। 

 প্রচারিত ছবির সঙ্গে মূল ছবির তুলনা। ছবি: সংগৃহীত

মেসির অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা ছবিটির নিচে মন্তব্যগুলো দেখতে গিয়ে পাওয়া যায়, একজন মন্তব্যকারী ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ছবি শেয়ার করে সতর্ক করেছেন। মন্তব্যকারীর শেয়ার করা ছবিটিতে দেখা যায়, এটি মেসির নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘Free Palestine, stop killing children’। সঙ্গে হিব্রুতেও ক্যাপশন রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ছবিটি দেখে বোঝা যায়, অ্যাড কার্ডটির স্থলে ফিলিস্তিনের পতাকা প্রতিস্থাপন করা হয়েছে।

মেসির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ছবিটিতে থাকা আইকনস ডটকমের অ্যাড কার্ডটির সূত্রে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়েও একই ছবি খুঁজে পাওয়া যায়।

ছবিটি দেখুন এখানে। 

আইকনস ডটকম প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদোসহ বিখ্যাত ফুটবলারদের বিভিন্ন স্মারক নিয়ে কাজ করা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের লন্ডন এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে প্রতিষ্ঠানটির কার্যালয় রয়েছে।

চলমান হামাস–ইসরায়েল সংঘাত নিয়ে মেসির ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট (পেজ) যাচাই করেও এ সংক্রান্ত মেসির কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বরে গাজা ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালেই ইসরায়েল সফরে করেন মেসি। ওই সময় ফিলিস্তিন ও অন্যান্য দেশের ভক্তদের বয়কটের হুমকি উপেক্ষা করে ইসরায়েলে প্রীতি ম্যাচ খেলতে যান মেসিরা। এর আগে ২০১৩ সালের আগস্টে ইসরায়েল সফরে ইহুদিদের বিশেষ টুপি (কিপ্পা) পরিহিত অবস্থায় মেসিকে পবিত্র ওয়েস্ট ওয়ালে প্রার্থনা করতে দেখা যায়। ওই সময় তিনি ইসরায়েলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সিদ্ধান্ত
সোশ্যাল মিডিয়াতে প্রচারিত ফিলিস্তিনের সমর্থনে দেশটির পতাকা হাতে মেসির ছবিটি সম্পাদনা করা। ২০২১ সালের ১১ মে লিওনেল মেসি ভেরিফায়েড ফেসবুকে নিজের এমন একটি ছবি পোস্ট করেন। কিন্তু সেখানে তাঁর হাতে বিপণন সংস্থা আইকনস ডটকমের একটি ‘অ্যাড কার্ড’ ছিল। সেই ছবি সম্পাদনা করে লিওনেল মেসির হাতে ফিলিস্তিনের পতাকা বসিয়ে দেওয়া হয়েছে। তাই এ ছবিটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত