Ajker Patrika

বিক্ষোভে পাকিস্তানিদের হাতে বাংলাদেশের পতাকা, ভাইরাল ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক ডেস্ক
বিক্ষোভে পাকিস্তানিদের হাতে বাংলাদেশের পতাকা, ভাইরাল ভিডিওটি পুরোনো

ছাত্র–জনতার অভ্যুত্থানে বাংলাদেশে এই মাসের শুরুতেই পতন ঘটেছে টানা তিন মেয়াদের বেশি ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের। ঠিক একই সময়ে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনের নামে পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ। সম্প্রতি প্রদেশটিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ করেছে। বাংলাদেশের অভ্যুত্থান থেকে দেশটির ক্ষমতাসীনেরা শিক্ষা নেবে কিনা এমন প্রশ্নও তুলেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গত ৭ আগস্ট দলটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) থেকে টুইটটি করা হয়। 

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানিরা বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ব্যবহার করে দেশীয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে আরটিভি, কালবেলা, একাত্তর টিভি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানি তরুণেরা দেশটির পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। 

আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘সাজ্জাদ রিভিউজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ২০২২ সালের ২ জানুয়ারি চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পাকিস্তানে বাংলাদেশি ও পাকিস্তানি পতাকা উত্তোলন করে মানুষ আল্লাহু আকবর স্লোগান দেয়।’

পাকিস্তানিরা বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো। ছবি: ইউটিউব গুগল ম্যাপ থেকে জানা যায়, ভিডিওটি ধারণ করা হয়েছে পাকিস্তানের লাহোরে অবস্থিত আর্ট গ্যালারি ও থিয়েটার হল আলহামরা আর্টস কাউন্সিলের অ্যাডমিন ব্লক থেকে। সেখানে উপস্থিত অর্ধ শতাধিক মানুষ বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। 

যদিও এই সমাবেশ নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে, এ ভিডিওর সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত