Ajker Patrika

দাম শুনেই বাড়ি ফিরছেন ক্রেতারা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫: ১৪
Thumbnail image

নাটোরের গুরুদাসপুরের হাট বাজারে শাক সবজির দাম আকাশছোঁয়া। এতে পবিত্র রমজানে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে এসে অনেক ক্রেতা সবজির মূল্যবৃদ্ধি শুনে তা না কিনেই বাড়ি ফিরে যাচ্ছেন।

সরেজমিনে পৌর সদরের চাঁচকৈড় হাটে দেখা গেছে, রমজান উপলক্ষে শাক সবজির বাজারে সবকিছু বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে অনেক ক্রেতা থাকলেও দাম শুনে তাঁরা চলে যাচ্ছেন। সেখানে বেগুন ৬০ টাকা কেজি, খিড়া ৪০, পটল ৮০, কাঁচা মরিচ ৭০, লেবু ৯০ টাকা, করলা ৫০, পেঁয়াজ ৬০, শজনে ৬০, পুঁইশাক ৩০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

ক্রেতা নাছির উদ্দিন বলেন, তাঁর মতো মধ্যবিত্তদের জন্য সবজি কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সবজি বাজার এখন ক্রয় ক্ষমতার বাইরে। এত বেশি টাকা দিয়ে যদি শাকসবজি কিনতে হয় তাহলে অন্য প্রয়োজনীয় অন্য নিত্যপণ্য কিনবেন কীভাবে সে প্রশ্ন তোলেন তিনি। তাই তিনি বাজার তদারকির দাবি জানান।

আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, রমজান মাস উপলক্ষে শাকসবজির দাম লাফিয়ে বাড়ছে। তিনি সরকারি চাকরিজীবী হয়েও বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন। তাই এর দাম কমানোর দাবি জানান তিনি।

আরেক ক্রেতা আব্দুল জব্বার বলেন, বাজারে সবজির দামে দিশেহারা মানুষ। সবজি বাজার করার পর আর কোনো কিছু কেনা যাচ্ছে না। সবকিছুর দাম বাড়লে কী খাবেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাই তিনি চান সবকিছুর দাম ক্রয় ক্ষমতার মধ্য থাকুক।

সবজি বিক্রেতা মো. মিজানুর রহমান দুলু বলেন, বেগুন, খিড়া, পটল, কাঁচা মরিচ, পেঁয়াজ গুরুদাসপুরে উৎপাদন হয়। তবুও তাঁদের বেশি দামে কাঁচা মাল কিনতে হচ্ছে। তাই বাজারে সবজির দাম বেশি। রমজান উপলক্ষে চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেশি। কারণ উৎপাদনের চেয়ে চাহিদা বেশি। এ কারণে দাম আগের চেয়ে বেশি হয়েছে।

আরেক সবজি বিক্রেতা রজব আলী বলেন, উপজেলায় যে পরিমাণ সবজি উৎপাদন করা হচ্ছে তাঁর চেয়ে চাহিদা বেশি। এ ছাড়া কৃষকের কাছ থেকে সরাসরি এসব পণ্য বেশি দামে কিনছেন তাঁরা। তাই বাজারে দাম বেশি।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, বাজারে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। বাজার মনিটরিং করা হবে। কোনো ব্যবসায়ী যদি সবজির অতিরিক্ত দাম নেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত