Ajker Patrika

নারীকে পথ দেখিয়েছেন বেগম রোকেয়া: মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ১১
Thumbnail image

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, মহীয়সী নারী বেগম রোকেয়া নারীকে পথ দেখিয়েছেন, সম্মানিত করেছেন। বর্তমান সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণই প্রমাণ করে তিনি সফল হয়েছেন। বেগম রোকেয়া দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সমাজকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।

ময়মনসিংহ জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় এই আয়োজন করা হয়। এ সময় মেয়র তাঁর বক্তব্যে নারী উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে প্রশিক্ষণ, বিনা মূল্যে শিক্ষা, উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধাসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নারী-পুরুষ সবার জন্য সমান সুযোগ তৈরি করেছেন বলে উল্লেখ করেন মেয়র।

ইকরামুল হক টিটু আরও বলেন, একটি দেশের সঠিক লক্ষ্য না থাকলে উন্নয়ন আসে না। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে উন্নীত করা।

নির্দিষ্ট পেশার বাইরে সমাজকল্যাণে বিশেষ অবদান রাখায় ১০ জন্যকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, আলী ইউসুফ, আমেনা বেগম, মুহাম্মদ হোসেন, তানিয়া ইসলাম, বেগম রোকেয়া, ফাতেমা আক্তার খাতুন, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, জিয়া রহমান ও জান্নাতুল নাঈম চঞ্চল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত