Ajker Patrika

পরিপাটি অন্দর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ৫৬
পরিপাটি অন্দর

সুন্দর ও পরিপাটি অন্দর মনে প্রশান্তি এনে দেয়। ঘরে প্রশান্তি পেতে যা করতে পারেন:

  • ঘরের দেয়ালে উৎসবের ছোঁয়া আনতে প্রাকৃতিক দৃশ্য, জ্যামিতিক নকশার ওয়ালপেপার লাগাতে পারেন। দেয়ালে বিভিন্ন ধরনের পেইন্টিংও ঝোলাতে পারেন।
  • উৎসবের আগে ঘরের পর্দা, বালিশের কভার, বিছানার চাদর পরিষ্কার করুন। সবচেয়ে ভালো হয় নতুন পর্দা, কভার ও চাদর ব্যবহার করলে।
  • দরজায় বা ঘরের মাঝে ঝোলাতে পারেন উইন্ড চাইম। তারা, ফুল, পাখিসহ বিভিন্ন ধরনের উইন্ড চাইম বাজারে কিনতে পাওয়া যায়।
  • ঘরের কোণে সুন্দর ও সবুজ কিছু গাছ লাগাতে পারেন। এতে মন শীতল থাকবে।
  • ঘরের দেয়াল ও সিলিংয়ে ঝোলাতে পারেন ফেইরি লাইটস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত