Ajker Patrika

২৪০ গৃহহীন পাচ্ছেন আশ্রয়ণের ঘর

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২: ৩০
২৪০ গৃহহীন পাচ্ছেন আশ্রয়ণের ঘর

নাটোরের লালপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত ঘর পাচ্ছে ২৪০ গৃহহীন পরিবার। গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত উপজেলার রসুলপুর আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের কাজ সম্পন্ন করে বগুড়া সেনানিবাসের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সাদাত শাহরিয়ার জেলা প্রশাসকের প্রতিনিধি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরের রসুলপুর মৌজার ৯ দশমিক ৫০ একর খাস জমি ২০২০ সালে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বর মাসে কাজ শুরু করে সেনাবাহিনী। তারা দ্রুত কাজ শেষ করে তা হস্তান্তর করেছে।

শামীমা সুলতানা আরও বলেন, এই প্রকল্পে ৪৮টি ব্যারাক রয়েছে। প্রতিটি ব্যারাকে ৫টি পরিবার থাকতে পারবে। সে অনুযায়ী ২৪০টি ভূমিহীন পরিবারের আসনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি পরিবারের জন্য একটি শোয়ার ঘর ও একটি রান্না ঘর রয়েছে। আর প্রতিটি ব্যারাকে একটি করে নলকূপ ও দুটি করে টয়লেট রয়েছে। বাছাই করে প্রকৃত গৃহহীন ২৪০টি পরিবারের কাছে এক সপ্তাহের মধ্যে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে।

বগুড়া সেনানিবাসের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সাদাত শাহরিয়ার বলেন, সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করে বুঝিয়ে দিতে পেরে গর্বিত তাঁরা। তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত