Ajker Patrika

দেশীয় পণ্যের রপ্তানি বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৭: ৩২
দেশীয় পণ্যের রপ্তানি বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সারা দেশে বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। গ্রামেও গড়ে উঠেছে শিল্পনগর। বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি। মানুষের আয়ও বেড়েছে। কাউনিয়ার গোপালগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে গত বুধবার রাতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশল বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার সারাই, শহীদবাগ, কুর্শা, টেপামধুপুর ও বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

টিপু মুনশি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাণঘাতী করোনা মোকাবিলা করে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল হান্নান ও সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত