রাহুল শর্মা, ঢাকা
এবার হাতে গোনা কয়েকটি পাঠ্যবই দিয়েই বছরের প্রথম দিন স্কুলে স্কুলে বই উৎসবের আয়োজন করা হয়েছিল। তখন নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেছিলেন, অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই। কিন্তু নতুন শিক্ষাবর্ষের এক মাসের বেশি সময় পরও শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছায়নি। বই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, এখনো প্রায় এক কোটি পাঠ্যবই মাঠপর্যায়ে (শিক্ষাপ্রতিষ্ঠানে) পৌঁছায়নি। এসবের মধ্যে ১০-১২ শতাংশ বই প্রাথমিকের আর বাকিগুলো মাধ্যমিক পর্যায়ের। গত বুধবার পর্যন্ত ছাপা বাকি ছিল প্রায় ৫০ লাখ বই। বাকি ৫০ লাখ ছাপা হলেও প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) বা বিতরণপূর্ব পরিদর্শন হয়নি।
শিক্ষামন্ত্রী দীপু মনি গতকাল চাঁদপুরে সাংবাদিকদের বলেছেন, ‘যাদের বাকি ছিল তাদের ২৫ জানুয়ারির মধ্যে সব বই দিয়ে দেওয়ার কথা ছিল। যদি কোথাও পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই আমি তা দেখব। তবে সবাইকে এটা বলব, আমাদের কিন্তু ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে। কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটেও থাকে, তাহলে যেন সেই ওয়েবসাইট থেকে, বিশেষ করে শিক্ষকেরা পড়াতে পারেন। আর টিচার্স গাইডও আছে।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা সত্য যে কিছু বই এখনো ছাপা বাকি, তবে তা পরিমাণে খুবই কম। গত ৩১ জানুয়ারির মধ্যে সব বই শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যাওয়ার কথা ছিল; কিন্তু চার লটের বিলম্বিত টেন্ডারের কারণে বই ছাপা শেষ হয়নি। তবে আমি আশাবাদী, ৫ ফেব্রুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।’
বেশি বাকি ষষ্ঠ, সপ্তম শ্রেণির
এনসিটিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বেশি বই ছাপা বাকি। এর জন্য মুদ্রণকারী প্রতিষ্ঠানসহ এনসিটিবিরও কিছু গাফিলতি আছে। সপ্তম শ্রেণির বইয়ের পাণ্ডুলিপিই দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে। এখনো প্রায় ৫৭টি লটের বই মাঠপর্যায়ে পৌঁছায়নি। আশা করছি, ফেব্রুয়ারির মাঝামাঝি শিক্ষার্থীরা সব বই হাতে পাবে।’ তিনি আরও বলেন, ‘ছয়-সাতটি প্রেসের কারণেও এখনো সব বই ছাপা শেষ হয়নি। আর মান যাচাইয়ে নিযুক্ত প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিস বিডির দেওয়া ভুল তথ্যের কারণেও এনসিটিবি যথাযথ ব্যবস্থা নিতে পারেনি।’
দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনা মূল্যে পাঠ্যবই দিয়ে আসছে সরকার। এনসিটিবি সূত্রমতে, এবার ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। মানসম্পন্ন মণ্ডের সংকটসহ কিছু কারণে এবার সময়মতো সব শিক্ষার্থীর হাতে মানসম্মত সব বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।
হতাশ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক
কয়েকটি জেলার বেশ কিছু বিদ্যালয় ঘুরে জানা গেছে, ৩১ জানুয়ারি পর্যন্ত সব শ্রেণির সব শিক্ষার্থী বিনা মূল্যের নতুন বই হাতে পায়নি। এর মধ্যে নাটোর, গাইবান্ধা, পাবনা, বাগেরহাট, নওগাঁ, বগুড়া, যশোর, চাঁদপুর, নীলফামারী, ভোলা, খুলনা, মাদারীপুর, গাইবান্ধা, পাবনা জেলা অন্যতম। কয়েকটি জেলার শিক্ষা কর্মকর্তারাও জানিয়েছেন, শিক্ষার্থীদের সব বই দেওয়া সম্ভব না হওয়ায় পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
নতুন শিক্ষাবর্ষের এক মাস পরও সব বই না পাওয়ায় হতাশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তাদের ভাষ্য, সময়মতো বই না পাওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।
নাটোর সদর উপজেলার ঝিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন বলেন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে এখনো শতভাগ বই না আসায় শিক্ষার্থী উপস্থিতির হার কম। এতে রুটিন তৈরি ও নিয়মিত পাঠদান সম্ভব হচ্ছে না।
বাগেরহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আলী আশরাফ রাহাত বলেছে, ‘মাত্র তিনটি বই পেয়েছি। কবে বাকি বই পাওয়া যাবে সে বিষয়ে স্যাররা কিছু জানাননি।’ একই শ্রেণির ইশরাত বিনতে ইমরুল জানায়, এবার বইয়ের মান খুবই খারাপ।
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আলহাজ আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘নবম শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি বিষয়ের বই এখনো পাইনি। সপ্তম শ্রেণির চারটি বইও পাওয়া যায়নি। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।’ নগরের মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, সপ্তম শ্রেণির কোনো বই যায়নি। নবম শ্রেণির কেবল ইংরেজি দ্বিতীয় পত্র গেছে।
বরিশালের অভিভাবক নজরুল ইসলাম বলেন, নতুন শিক্ষাবর্ষের এক মাস পরও সব বই না পাওয়ায় পাঠবিমুখ হচ্ছে শিক্ষার্থীরা। এটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত। আরেক অভিভাবক তমাল পাল বলেন, এক মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা সব বই হাতে পায়নি। এর থেকে দুঃখজনক আর কী হতে পারে! এখনই সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া।
ভুল তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের
বই ছাপা ও বিতরণের ভুল তথ্যের কারণে এনসিটিবি সময়মতো পদক্ষেপ নিতে পারেনি বলে দাবি করেছেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, এনসিটিবির তথ্য আর ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিস বিডির দেওয়া তথ্যে গরমিল ছিল। মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোর ছাপানো বইয়ের সংখ্যাকে অনেক বাড়িয়ে তথ্য দেয় যাচাইকারী প্রতিষ্ঠানটি। এতে মাঠপর্যায়ে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিস বিডির কর্ণধার বেলাল আহমেদকে ফোন করে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ‘কারও গাফিলতিই সহ্য করব না। দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এবার হাতে গোনা কয়েকটি পাঠ্যবই দিয়েই বছরের প্রথম দিন স্কুলে স্কুলে বই উৎসবের আয়োজন করা হয়েছিল। তখন নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেছিলেন, অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই। কিন্তু নতুন শিক্ষাবর্ষের এক মাসের বেশি সময় পরও শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছায়নি। বই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, এখনো প্রায় এক কোটি পাঠ্যবই মাঠপর্যায়ে (শিক্ষাপ্রতিষ্ঠানে) পৌঁছায়নি। এসবের মধ্যে ১০-১২ শতাংশ বই প্রাথমিকের আর বাকিগুলো মাধ্যমিক পর্যায়ের। গত বুধবার পর্যন্ত ছাপা বাকি ছিল প্রায় ৫০ লাখ বই। বাকি ৫০ লাখ ছাপা হলেও প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) বা বিতরণপূর্ব পরিদর্শন হয়নি।
শিক্ষামন্ত্রী দীপু মনি গতকাল চাঁদপুরে সাংবাদিকদের বলেছেন, ‘যাদের বাকি ছিল তাদের ২৫ জানুয়ারির মধ্যে সব বই দিয়ে দেওয়ার কথা ছিল। যদি কোথাও পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই আমি তা দেখব। তবে সবাইকে এটা বলব, আমাদের কিন্তু ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে। কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটেও থাকে, তাহলে যেন সেই ওয়েবসাইট থেকে, বিশেষ করে শিক্ষকেরা পড়াতে পারেন। আর টিচার্স গাইডও আছে।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা সত্য যে কিছু বই এখনো ছাপা বাকি, তবে তা পরিমাণে খুবই কম। গত ৩১ জানুয়ারির মধ্যে সব বই শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যাওয়ার কথা ছিল; কিন্তু চার লটের বিলম্বিত টেন্ডারের কারণে বই ছাপা শেষ হয়নি। তবে আমি আশাবাদী, ৫ ফেব্রুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।’
বেশি বাকি ষষ্ঠ, সপ্তম শ্রেণির
এনসিটিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বেশি বই ছাপা বাকি। এর জন্য মুদ্রণকারী প্রতিষ্ঠানসহ এনসিটিবিরও কিছু গাফিলতি আছে। সপ্তম শ্রেণির বইয়ের পাণ্ডুলিপিই দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে। এখনো প্রায় ৫৭টি লটের বই মাঠপর্যায়ে পৌঁছায়নি। আশা করছি, ফেব্রুয়ারির মাঝামাঝি শিক্ষার্থীরা সব বই হাতে পাবে।’ তিনি আরও বলেন, ‘ছয়-সাতটি প্রেসের কারণেও এখনো সব বই ছাপা শেষ হয়নি। আর মান যাচাইয়ে নিযুক্ত প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিস বিডির দেওয়া ভুল তথ্যের কারণেও এনসিটিবি যথাযথ ব্যবস্থা নিতে পারেনি।’
দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনা মূল্যে পাঠ্যবই দিয়ে আসছে সরকার। এনসিটিবি সূত্রমতে, এবার ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। মানসম্পন্ন মণ্ডের সংকটসহ কিছু কারণে এবার সময়মতো সব শিক্ষার্থীর হাতে মানসম্মত সব বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।
হতাশ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক
কয়েকটি জেলার বেশ কিছু বিদ্যালয় ঘুরে জানা গেছে, ৩১ জানুয়ারি পর্যন্ত সব শ্রেণির সব শিক্ষার্থী বিনা মূল্যের নতুন বই হাতে পায়নি। এর মধ্যে নাটোর, গাইবান্ধা, পাবনা, বাগেরহাট, নওগাঁ, বগুড়া, যশোর, চাঁদপুর, নীলফামারী, ভোলা, খুলনা, মাদারীপুর, গাইবান্ধা, পাবনা জেলা অন্যতম। কয়েকটি জেলার শিক্ষা কর্মকর্তারাও জানিয়েছেন, শিক্ষার্থীদের সব বই দেওয়া সম্ভব না হওয়ায় পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
নতুন শিক্ষাবর্ষের এক মাস পরও সব বই না পাওয়ায় হতাশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তাদের ভাষ্য, সময়মতো বই না পাওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।
নাটোর সদর উপজেলার ঝিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন বলেন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে এখনো শতভাগ বই না আসায় শিক্ষার্থী উপস্থিতির হার কম। এতে রুটিন তৈরি ও নিয়মিত পাঠদান সম্ভব হচ্ছে না।
বাগেরহাট যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আলী আশরাফ রাহাত বলেছে, ‘মাত্র তিনটি বই পেয়েছি। কবে বাকি বই পাওয়া যাবে সে বিষয়ে স্যাররা কিছু জানাননি।’ একই শ্রেণির ইশরাত বিনতে ইমরুল জানায়, এবার বইয়ের মান খুবই খারাপ।
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আলহাজ আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘নবম শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি বিষয়ের বই এখনো পাইনি। সপ্তম শ্রেণির চারটি বইও পাওয়া যায়নি। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।’ নগরের মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, সপ্তম শ্রেণির কোনো বই যায়নি। নবম শ্রেণির কেবল ইংরেজি দ্বিতীয় পত্র গেছে।
বরিশালের অভিভাবক নজরুল ইসলাম বলেন, নতুন শিক্ষাবর্ষের এক মাস পরও সব বই না পাওয়ায় পাঠবিমুখ হচ্ছে শিক্ষার্থীরা। এটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত। আরেক অভিভাবক তমাল পাল বলেন, এক মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা সব বই হাতে পায়নি। এর থেকে দুঃখজনক আর কী হতে পারে! এখনই সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া।
ভুল তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের
বই ছাপা ও বিতরণের ভুল তথ্যের কারণে এনসিটিবি সময়মতো পদক্ষেপ নিতে পারেনি বলে দাবি করেছেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, এনসিটিবির তথ্য আর ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিস বিডির দেওয়া তথ্যে গরমিল ছিল। মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলোর ছাপানো বইয়ের সংখ্যাকে অনেক বাড়িয়ে তথ্য দেয় যাচাইকারী প্রতিষ্ঠানটি। এতে মাঠপর্যায়ে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিস বিডির কর্ণধার বেলাল আহমেদকে ফোন করে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ‘কারও গাফিলতিই সহ্য করব না। দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪