Ajker Patrika

শিশুদের আজ ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

বিশেষ প্রতিনিধি, ঢাকা
Thumbnail image

সারা দেশে আজ সোমবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল রোববার এ তথ্য জানান। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। তিনি বলেন, কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে। সরকারি-বেসরকারি টিভি, বেতার, জাতীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে। ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন। এতে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত