Ajker Patrika

ব্রিস্টল ইউনিভার্সিটি স্কলারশিপ

মুসাররাত আবির
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১১: ২৫
ব্রিস্টল ইউনিভার্সিটি স্কলারশিপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দেশ হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে বিশ্বের নানান প্রান্ত থেকে প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করা যায়। কারণ দেশটির উচ্চশিক্ষাব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যুক্তরাজ্যে ১৩০টি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে স্থানীয় বিশ্ববিদ্যালয় রয়েছে ১০৫টি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২০টি ও বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে ৫টি। তবে এখানে পড়াশোনা করা তুলনামূলকভাবে ব্যয়বহুল। তাই এখানকার ইউনিভার্সিটিগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানান স্কলারশিপ দিয়ে থাকে। স্নাতক ও স্নাতকোত্তরে তেমনি একটি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। ‘থিংক বিগ’ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। স্নাতকের মেয়াদ তিন বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ এক বছর।

যেসব বিষয়ে আবেদন করা যাবে:

সামাজিক বিজ্ঞান; আইন; কলা; প্রকৌশল; স্বাস্থ্যবিজ্ঞান; জীববিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়।

তবে শুধু মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

সুযোগ-সুবিধাসমূহ:

স্নাতকে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১১ লাখ ২১ হাজার টাকা।

স্নাতকোত্তরে সর্বোচ্চ ২০ হাজার পাউন্ড প্রদান করা হবে,

বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২২ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ার সুযোগ। আবেদন

ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা:

যুক্তরাজ্যের বাইরের নাগরিক হতে হবে।

ব্রিস্টল ইউনিভার্সিটিতে মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বাদে যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

পাসপোর্ট

জন্ম নিবন্ধন সার্টিফিকেট

জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)

এসএসসির সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও টেস্টিমোনিয়াল

এইচএসসির ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও টেস্টিমোনিয়াল

পাসপোর্ট সাইজের ছবি

স্টেটমেন্ট অব পারপাস লেটার

লেটার অব মোটিভেশন

লেটার অব রিকমেন্ডেশন

ওয়েবসাইট: bristol.ac.uk

আবেদনের শেষ সময়:

২৮ মার্চ, ২০২২

মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত