Ajker Patrika

গলায় ঝুললেও মুখে নেই মাস্ক

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২: ৩১
গলায় ঝুললেও মুখে নেই মাস্ক

সিলেট নগরীর কদমতলী এলাকা। এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায় বাস। বাসের চালক ও সহকারী থেকে শুরু করে এই এলাকার বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। কেউ কেউ গলায় ঝুলিয়ে রাখলেও মুখে দিচ্ছেন না।

কেউ সিগারেট টানছেন, কেউ পান চিবুচ্ছেন, কেউ আবার মাস্ক হাতে নিয়ে যাত্রীদের ডাকাডাকি করছেন। একই অবস্থা বাসের যাত্রীদেরও। নিরাপদ দূরত্ব বজায় রেখেও চলাফেরা করছেন না কেউই। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে সিলেটে বিধিনিষেধ শুরুর দিনেই দেখা গেছে এমন চিত্র।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কাঁচাবাজার, মার্কেট, শপিংমল, বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, নিয়ম মেনে অনেকেই নিজেদের সঙ্গে মাস্ক রাখলেও ব্যবহার করছেন খুব কম মানুষ। তাঁরা থুতনি, গলা কিংবা বুকপকেটে রেখে দিয়েছেন মাস্ক।

ওমিক্রনের সংক্রমণ রোধে গত সোমবার কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এতে জনসমাগমস্থলে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার থেকে এ বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।

এদিকে নগরের কাঁচাবাজারগুলোতেও বিধিনিষেধ মানার কোনো বালাই ছিল না। প্রচুর ক্রেতা-বিক্রেতার উপস্থিতি থাকলেও হাতে গোনা কয়েকজন ছাড়া কারও মুখে ছিল না মাস্ক। বয়োবৃদ্ধ অনেককেও মাস্ক পরিধান না করেই ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এ ছাড়া হোটেল-রেস্তোরাঁসহ জনসমাগমস্থলে বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরা ও নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। হোটেল, রেস্তোরাঁ, বাজারে গেলে সবাই গাঁ-ঘেঁষে দাঁড়ান। অপরদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমরানের সংক্রমণ মোকাবিলায় সরকারের দেওয়া ১১ দফা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে প্রশাসনের প্রতি নির্দেশ দেওয়া হলেও সিলেট তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে সিলেট জেলা প্রশাসনের দায়িত্বরতরা বলছেন সরকারের দেওয়া ১১ দফা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে প্রশাসনের মোবাইল টিম কাজ করছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আজ (গতকাল) সারা দিন জেলা প্রশাসনের মোবাইল টিম বিধিনিষেধ কার্যকর করতে কাজ করেছে। করোনা মোকাবিলায় বিধিনিষেধ যাঁরা মানবেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, কেউ বিধিনিষেধ মানতে চান না। মানুষ অতি সাহসী হয়ে গেছে। করোনা মোকাবিলায় বিধিনিষেধ মানার কোনো বিকল্প নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত