Ajker Patrika

ভালোবাসা দিবসে গরু জড়িয়ে ধরার আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক
ভালোবাসা দিবসে গরু জড়িয়ে ধরার আহ্বান

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। শুরুটা পশ্চিমা বিশ্ব থেকে হলেও এখন বাংলাদেশ-ভারতসহ প্রাচ্যের দেশগুলোতে তরুণ-তরুণীদের কাছে দিবসটি বেশ জনপ্রিয়। তবে ভালোবাসার এই দিনটিকে এবার ‘গরু জড়িয়ে ধরা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ভারতের পশু কল্যাণ বোর্ড। এমন অদ্ভুত আহ্বানে নিন্দার ঝড় উঠেছে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতের পশু কল্যাণ বোর্ডের বরাত দিয়ে গতকাল একটি খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ভারতের রাজনৈতিক বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় আল জাজিরাকে বলেন, ‘এ ধরনের আহ্বান পাগলামি আর অযৌক্তিক কথাবার্তা ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্র এখন সেটাই করছে, যা রাজনৈতিক ও বিভিন্ন ধর্মীয় দল করে আসছে। এটা খুব দুর্ভাগ্যজনক।’

এদিকে পশু কল্যাণ বোর্ডের নোটিশে বলা হয়, ‘গরু কামধেনু (প্রাচুর্যের গাভি) ও গোমাতা হিসেবে পরিচিত। যাঁরা গরুকে ভালোবাসেন, তাঁরা তাঁদের জীবনে গোমাতার ভূমিকা এবং জীবনকে সুখী ও ইতিবাচক শক্তিতে ভরে তোলার মতো বিষয়গুলো মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরার দিন হিসেবে পালন করতে পারেন।’

নোটিশে আরও বলা হয়, গরুকে আলিঙ্গন মানসিক শান্তি বয়ে আনবে। ব্যক্তিগত ও সামষ্টিক সুখ বাড়াবে। কর্মকর্তাদের বরাত দিয়ে নোটিশে আরও বলা হয়, ‘পশ্চিমা সংস্কৃতির বিকাশের কারণে প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির মুখে পড়েছে। সবাই পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস ভুলে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত