Ajker Patrika

ওমিক্রন মোকাবিলায় ‘সতর্ক’ স্বাস্থ্য বিভাগ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
Thumbnail image

ময়মনসিংহে প্রতিদিনই হু-হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জেলায় ২৪ ঘণ্টায় ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩৪ জনে। গতকাল শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ময়মনসিংহ বিভাগজুড়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। মানুষকে সচেতন করার পাশাপাশি পাশাপাশি বড় পরিসরে সভা-সমাবেশ বন্ধে দেওয়া হয়েছে নির্দেশনা। বাধ্যতামূলক মাস্ক পরতে অভিযান ও মাইকিং করে যাচ্ছে সিটি করপোরেশন। এ ছাড়া করোনার বাড়তি চাপ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় মমেক হাসপাতালের ৪০০ শয্যা সক্ষমতার করোনা ডেডিকেটেড ইউনিটটি পর্যায়ক্রমে ৪০০ শয্যায় উন্নীত করার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ১০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট ২০ হাজার লিটারে উন্নীত করা হচ্ছে।

অক্সিজেনের পয়েন্ট ৬০০ বাড়িয়ে ১ হাজার ৬০০ করা হয়েছে জানিয়ে ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, নতুন করে অক্সিজেনের লাইন মোটা করা হয়েছে। মজুত রাখা হয়েছে পর্যাপ্ত ওষুধ। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী।

এদিকে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, পুলিশ সদর দপ্তর থেকে চার স্তরের নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্কও করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জেল-জরিমানাও করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক বলেন, ওমিক্রন মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। সংক্রমণরোধে সভা-সমাবেশ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. শাহ আলম বলেন, করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জামালপুর সদর হাসপাতাল, শেরপুর সদর হাসপাতাল, নেত্রকোনা সদর হাসপাতাল এবং মমেক হাসপাতালে ৪৬০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি বেড প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। ময়মনসিংহ বিভাগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে সব কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, তাঁদের মধ্যে ৩২ শতাংশ কোভিড হাসপাতালে সেবা দেওয়ার লক্ষ্যে সংযুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত