Ajker Patrika

চোরাই গরু বিক্রি করতে গিয়ে ধরা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
চোরাই গরু বিক্রি করতে গিয়ে ধরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চোরাই গরুসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়ন থেকে তাঁকে আটক করা হয়।

আটক মো. পলান (২৫) সরাতৈল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চুরধরী গ্রামে একটি গরু বিক্রি করতে যান পলান। সে সময় গ্রামের লোকজন থানা-পুলিশে খবর দেয়। পরে সকাল ৮ টার দিকে শাহজাদপুর থানার এসআই মো. রঞ্জু তাঁকে আটক করে এবং একটি গাভি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

গত শুক্রবার রাতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মজনু ফকিরের বাড়ি থেকে ওই গরুটি চুরি হয়। গরুটি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চুরধরী গ্রামে বিক্রির চেষ্টা করছিলেন সে সময় গ্রামবাসি বুঝতে পেরে পুলিশে খবর দেন।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মঈনুল বলেন, পলানের বিরুদ্ধে শাহজাদপুর থানায় আরেকটি চুরি মামলার ওয়ারেন্ট আছে। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত