আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) ও সাইফুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)
ভ্যানে প্যাডেল মেরে সংসারটা কোনো রকমে টেনে টেনে এগিয়ে নেন শামসুল ইসলাম। সন্তানের লেখাপড়ার খরচটাও তাই বাড়তি চাপ হয়ে যায়। সব মিলিয়ে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তাঁর পরিবারে। তবুও আসে ঈদ। কষ্ট হলেও সবার কাপড়-চোপড় আর তেল-সেমাই-চিনি কিনতেই হয়। তার মধ্যে ছেলে-মেয়েরা যখন ঈদের দিন মাংস খাওয়ার বায়না ধরে, ভ্যানচালক বাবার সাধ্যে তখন আর কুলায় না।
মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরীর বাসিন্দা শামসুল ইসলাম গত ঈদুল ফিতরে সন্তানদের বায়না পূরণ করতে পারেননি। এবার তাই আগেভাগেই এলাকার একটি ‘গোশত সমিতির’ সদস্য হয়েছেন তিনি। মাসে মাসে সমিতিতে দিয়েছেন চাঁদা। ঈদের আগে গরু কেনা হবে। জবাই করে মাংস ভাগাভাগি করে নেবেন সমিতির সদস্যরা। এবার তাঁর সন্তানদের বায়না পূরণ হবে। সেটা ভাবতেই ভালো লাগছে শামসুলের।
শুধু শামসুল নন, বানিয়াজুরী, বালিয়াখোড়া, সিংজুরী, নালী, বড়টিয়া, পয়লা ও ঘিওর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এ ধরনের সমিতি। প্রতিবছর বাড়ছে সমিতি ও
সদস্য সংখ্যা। এ বছর উপজেলার ৭টি ইউনিয়নের দেড় শতাধিক গোশত সমিতি হয়েছে বলে জানা গেছে। পাশের জেলা টাঙ্গাইলের সখীপুরের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ ধরনের পাঁচ শতাধিক সমিতি আছে বলে জানা গেছে।
ঘিওরের কমপক্ষে ২০টি সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বছর পাঁচেক আগে উপজেলার রাথুরা গ্রামের গৃহবধূদের নিয়ে গোশত সমিতির যাত্রা শুরু হয়। পরে প্রতিবছর সমিতির সংখ্যা বাড়তে থাকে। এ বছর সমিতির সংখ্যা দেড় শতাধিক। এ ধরনের সমিতিতে সাধারণত সদস্য সংখ্যা ২০ থেকে ৬০ জন পর্যন্ত হয়ে থাকে। তাঁরা প্রত্যেকে প্রতি মাসে নির্ধারিত হারে চাঁদা জমা দেন। পরে জমা করা টাকায় ঈদের দু-এক দিন আগে গরু, মহিষ বা ছাগল কিনে এনে জবাই করে মাংস ভাগ করে নেন তাঁরা। শবে কদরের দিন থেকে শুরু হয় সমিতির পশু জবাইয়ের কাজ। চলে ঈদের দিন পর্যন্ত। শুরুতে শুধু নিম্নবিত্তের লোকেরা এ ধরনের সমিতি করলেও এখন মধ্যবিত্তের অনেকেই এ সমিতিতে যোগ দিচ্ছেন।
বানিয়াজুরী এলাকায় এবার ৪টি সমিতি হয়েছে। একটি সমিতির মূল উদ্যোক্তা মর্জিনা বেগম। তিনি জানান, গত বছর সমিতিতে সদস্য ছিল ২০ জন; এবার ৩৫। চাঁদা মাসে জনপ্রতি ৩০০ টাকা। প্রতিজন এক বছরে জমা করেছেন ৩ হাজার ৬০০ টাকা। বড় একটি গরু কিনে জবাই করে এরই মধ্যে মাংস ভাগ করে নেওয়া হয়েছে। প্রত্যেকের ভাগে সাত কেজি করে পড়েছে। বাজারদরের চেয়ে কেজিতে দেড়-দুই শ টাকা কম পড়েছে। কম দামে এবং সঞ্চয়ের টাকায় একসঙ্গে এতখানি মাংস পেয়ে সবাই খুশি।
মাইলাঘী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, ‘ঈদের আগে নানা কিছু কেনাকাটায় টাকা শেষ হয়ে যায়। এ সময় তাঁদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে গরুর মাংস কেনা অসম্ভব হয়ে পড়ে। নারীরা সমিতি করার কারণে ঈদের আগে পরিবারের পুরুষদের অনেক চাপ কমেছে। এতে সমিতির সদস্যদের মধ্যে ঈদের আনন্দ বেড়ে যায়।’ এলাকায় গোশত সমিতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানালেন সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু। তিনি বলেন, ‘দিন দিন এ সমিতির সংখ্যা বাড়ছে। সমিতির কারণে ঈদুল ফিতরে এখন ঘরে ঘরে গরুর গোশত থাকে।’
ঘিওর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার কাজী মাহেলা আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর একটু একটু সঞ্চয় করে ঈদের আগে পশু কিনে জবাই করে মাংস ভাগ করে নেওয়ার মধ্যে তাঁরা বাড়তি আনন্দ পেয়ে থাকেন। এতে সংসারের চাপও অনেক কমে যায়। বিশেষ করে নারীদের অংশগ্রহণে যেসব সমিতি রয়েছে, তাঁরাও সংসারে সমতা ও মর্যাদা পায়।’
টাঙ্গাইলের সখীপুরে খোঁজ নিয়ে জানা গেছে, এবার ঈদুল ফিতরে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় পাঁচ শতাধিক সমিতি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাংসের চাহিদা পূরণ করবে। উপজেলার হামিদপুর গ্রামের চৌরাস্তা এলাকার মাংস সমিতির উদ্যোক্তা ইসমাইল হোসেন জানান, তাঁদের সমিতিতে সদস্যসংখ্যা ৫৩ জন। প্রত্যেকে মাসিক ২০০ টাকা করে জমা দিয়েছেন। বছর ঘুরে সমিতিতে জমা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২০০ টাকা। ঈদের আগে এই টাকা দিয়ে গরু কিনে সদস্যদের মধ্যে মাংস ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকের ভাগে প্রায় পাঁচ কেজি মাংস পড়েছে।
সমিতির সদস্য উপজেলার হামিদপুর গ্রামের অটোভ্যানচালক শাহ আলম মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। ঈদে পোলাপানরে জামাকাপড় কিনে দিতেই সব টেকা শেষ। কোনোমতে চিনি সেমাই কিনি। মাংস কেনার টাকা পামু কোথায়? কিন্তু সমিতি কইরা এইবার চার-পাঁছ কেজি গরুর মাংস পামু। সেই মাংস পোলাপানরে খাওয়াইতে পারমু।’
একই গ্রামের আবদুস সালাম জানান, মাংস সমিতির মাধ্যমে নিজেরা গরু কিনে এনে ভালো মাংস পাওয়া যায়। খরচও কম পড়ে। তা ছাড়া আমরা মাসিক হারে চাঁদা তুলি। এতে সদস্যদের টাকা দিতে কষ্টও কম হয়।
ভ্যানে প্যাডেল মেরে সংসারটা কোনো রকমে টেনে টেনে এগিয়ে নেন শামসুল ইসলাম। সন্তানের লেখাপড়ার খরচটাও তাই বাড়তি চাপ হয়ে যায়। সব মিলিয়ে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তাঁর পরিবারে। তবুও আসে ঈদ। কষ্ট হলেও সবার কাপড়-চোপড় আর তেল-সেমাই-চিনি কিনতেই হয়। তার মধ্যে ছেলে-মেয়েরা যখন ঈদের দিন মাংস খাওয়ার বায়না ধরে, ভ্যানচালক বাবার সাধ্যে তখন আর কুলায় না।
মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরীর বাসিন্দা শামসুল ইসলাম গত ঈদুল ফিতরে সন্তানদের বায়না পূরণ করতে পারেননি। এবার তাই আগেভাগেই এলাকার একটি ‘গোশত সমিতির’ সদস্য হয়েছেন তিনি। মাসে মাসে সমিতিতে দিয়েছেন চাঁদা। ঈদের আগে গরু কেনা হবে। জবাই করে মাংস ভাগাভাগি করে নেবেন সমিতির সদস্যরা। এবার তাঁর সন্তানদের বায়না পূরণ হবে। সেটা ভাবতেই ভালো লাগছে শামসুলের।
শুধু শামসুল নন, বানিয়াজুরী, বালিয়াখোড়া, সিংজুরী, নালী, বড়টিয়া, পয়লা ও ঘিওর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এ ধরনের সমিতি। প্রতিবছর বাড়ছে সমিতি ও
সদস্য সংখ্যা। এ বছর উপজেলার ৭টি ইউনিয়নের দেড় শতাধিক গোশত সমিতি হয়েছে বলে জানা গেছে। পাশের জেলা টাঙ্গাইলের সখীপুরের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ ধরনের পাঁচ শতাধিক সমিতি আছে বলে জানা গেছে।
ঘিওরের কমপক্ষে ২০টি সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বছর পাঁচেক আগে উপজেলার রাথুরা গ্রামের গৃহবধূদের নিয়ে গোশত সমিতির যাত্রা শুরু হয়। পরে প্রতিবছর সমিতির সংখ্যা বাড়তে থাকে। এ বছর সমিতির সংখ্যা দেড় শতাধিক। এ ধরনের সমিতিতে সাধারণত সদস্য সংখ্যা ২০ থেকে ৬০ জন পর্যন্ত হয়ে থাকে। তাঁরা প্রত্যেকে প্রতি মাসে নির্ধারিত হারে চাঁদা জমা দেন। পরে জমা করা টাকায় ঈদের দু-এক দিন আগে গরু, মহিষ বা ছাগল কিনে এনে জবাই করে মাংস ভাগ করে নেন তাঁরা। শবে কদরের দিন থেকে শুরু হয় সমিতির পশু জবাইয়ের কাজ। চলে ঈদের দিন পর্যন্ত। শুরুতে শুধু নিম্নবিত্তের লোকেরা এ ধরনের সমিতি করলেও এখন মধ্যবিত্তের অনেকেই এ সমিতিতে যোগ দিচ্ছেন।
বানিয়াজুরী এলাকায় এবার ৪টি সমিতি হয়েছে। একটি সমিতির মূল উদ্যোক্তা মর্জিনা বেগম। তিনি জানান, গত বছর সমিতিতে সদস্য ছিল ২০ জন; এবার ৩৫। চাঁদা মাসে জনপ্রতি ৩০০ টাকা। প্রতিজন এক বছরে জমা করেছেন ৩ হাজার ৬০০ টাকা। বড় একটি গরু কিনে জবাই করে এরই মধ্যে মাংস ভাগ করে নেওয়া হয়েছে। প্রত্যেকের ভাগে সাত কেজি করে পড়েছে। বাজারদরের চেয়ে কেজিতে দেড়-দুই শ টাকা কম পড়েছে। কম দামে এবং সঞ্চয়ের টাকায় একসঙ্গে এতখানি মাংস পেয়ে সবাই খুশি।
মাইলাঘী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, ‘ঈদের আগে নানা কিছু কেনাকাটায় টাকা শেষ হয়ে যায়। এ সময় তাঁদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে গরুর মাংস কেনা অসম্ভব হয়ে পড়ে। নারীরা সমিতি করার কারণে ঈদের আগে পরিবারের পুরুষদের অনেক চাপ কমেছে। এতে সমিতির সদস্যদের মধ্যে ঈদের আনন্দ বেড়ে যায়।’ এলাকায় গোশত সমিতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানালেন সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু। তিনি বলেন, ‘দিন দিন এ সমিতির সংখ্যা বাড়ছে। সমিতির কারণে ঈদুল ফিতরে এখন ঘরে ঘরে গরুর গোশত থাকে।’
ঘিওর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার কাজী মাহেলা আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর একটু একটু সঞ্চয় করে ঈদের আগে পশু কিনে জবাই করে মাংস ভাগ করে নেওয়ার মধ্যে তাঁরা বাড়তি আনন্দ পেয়ে থাকেন। এতে সংসারের চাপও অনেক কমে যায়। বিশেষ করে নারীদের অংশগ্রহণে যেসব সমিতি রয়েছে, তাঁরাও সংসারে সমতা ও মর্যাদা পায়।’
টাঙ্গাইলের সখীপুরে খোঁজ নিয়ে জানা গেছে, এবার ঈদুল ফিতরে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় পাঁচ শতাধিক সমিতি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাংসের চাহিদা পূরণ করবে। উপজেলার হামিদপুর গ্রামের চৌরাস্তা এলাকার মাংস সমিতির উদ্যোক্তা ইসমাইল হোসেন জানান, তাঁদের সমিতিতে সদস্যসংখ্যা ৫৩ জন। প্রত্যেকে মাসিক ২০০ টাকা করে জমা দিয়েছেন। বছর ঘুরে সমিতিতে জমা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২০০ টাকা। ঈদের আগে এই টাকা দিয়ে গরু কিনে সদস্যদের মধ্যে মাংস ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকের ভাগে প্রায় পাঁচ কেজি মাংস পড়েছে।
সমিতির সদস্য উপজেলার হামিদপুর গ্রামের অটোভ্যানচালক শাহ আলম মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। ঈদে পোলাপানরে জামাকাপড় কিনে দিতেই সব টেকা শেষ। কোনোমতে চিনি সেমাই কিনি। মাংস কেনার টাকা পামু কোথায়? কিন্তু সমিতি কইরা এইবার চার-পাঁছ কেজি গরুর মাংস পামু। সেই মাংস পোলাপানরে খাওয়াইতে পারমু।’
একই গ্রামের আবদুস সালাম জানান, মাংস সমিতির মাধ্যমে নিজেরা গরু কিনে এনে ভালো মাংস পাওয়া যায়। খরচও কম পড়ে। তা ছাড়া আমরা মাসিক হারে চাঁদা তুলি। এতে সদস্যদের টাকা দিতে কষ্টও কম হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫