Ajker Patrika

সারিয়াকান্দির নারী প্রশিক্ষণ কেন্দ্র ২০ মাস ধরে বন্ধ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮: ০৩
সারিয়াকান্দির নারী প্রশিক্ষণ কেন্দ্র  ২০ মাস ধরে বন্ধ

বগুড়ার সারিয়াকান্দির মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ কেন্দ্রটি গত ২০ মাস ধরে বন্ধ রয়েছে। দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গত ২০০০ সালের ১ জানুয়ারি সারিয়াকান্দিতে প্রতিষ্ঠা লাভ করে প্রশিক্ষণ কেন্দ্রটি। ২০০৬ সালে কেন্দ্রটি রাজস্ব খাতের অন্তর্ভুক্তি লাভ করে। ২০১৪ সালের ১১ জুলাই সাবেক সাংসদ আব্দুল মান্নান গ্রামীণ অবহেলিত নারীদের জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। সেখানে সিএনজি চালিত থ্রি হুইলার ড্রাইভিং ও মোটরসাইকেল মেকানিক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। কেন্দ্রটিতে গ্রামীণ দরিদ্র, স্বামী পরিত্যক্তা, বাল্যবিয়ের শিকার নারীদের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়।

অনেক অসহায় নারী এখানে প্রশিক্ষণ গ্রহণ করে স্বনির্ভর হয়েছেন। এ পর্যন্ত কেন্দ্রটি থেকে এক হাজার ৫০০ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন। গত ২০১৮-২০১৯ অর্থবছরে ২৭৯ জন নারী প্রশিক্ষণ গ্রহণ শেষে ২১০ জন চাকরি পেয়েছেন। তাঁদের মধ্যে মোটরসাইকেল সার্ভিস মেকানিক ৯২ জন প্রশিক্ষণ শেষ করে চাকরি পেয়েছেন ৮২ জন। কনজিউমার ইলেকট্রনিকসে ৯৫ জন প্রশিক্ষণ শেষে চাকরি পেয়েছেন ৬১ জন। ইলেকট্রিশিয়ান কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ৯২ জন, চাকরি পেয়েছেন ৬৭ জন। তিন মাসের প্রশিক্ষণকালীন সময়ে থাকা খাওয়া ফ্রিসহ ৯০০ টাকা ভাতা পান প্রশিক্ষণার্থীরা। কেন্দ্রটির একজন প্রশাসনিক কর্মকর্তাসহ জনবল কাঠামো মোট ১৩ জন। তাঁদের মধ্যে চারজন বিভিন্ন জেলায় ডেপুটেশনে রয়েছেন। কেন্দ্রটি করোনাকালীন লকডাউনের কারণে গত ২১ মার্চ ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। তথ্যগুলো জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রের ইলেকট্রিশিয়ান মাহফুজুর রহমান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার এ বিষয়ে বলেন, কেন্দ্রটি পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি।

সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার ও পৌরমেয়র মতিউর রহমান মতি জানান, নদী ভাঙনকবলিত সারিয়াকান্দির অনেক নারী কেন্দ্রটিতে প্রশিক্ষণ শেষে ভালো চাকরি পেয়েছেন। কেন্দ্রটি বন্ধ থাকায় এলাকার অবহেলিত নারীরা প্রশিক্ষণ ও নানা ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত কেন্দ্রটি চালুর দাবি জানান তাঁরা।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাকালীন লকডাউনে কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়। এর পর থেকেই সেটি বন্ধ আছে। পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ সাহাদারা মান্নান বলেন, ‘প্রশিক্ষণ কেন্দ্রটি পুনরায় চালু করতে ইতি মধ্যে আমি ডিও লেটার দিয়েছি। সংসদীয় কমিটিতেও বিষয়টি উপস্থাপন করেছি। প্রশিক্ষণ কেন্দ্রটি চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি শিগগিরই কেন্দ্রটি চালু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত