ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। ভর্তি হওয়া অধিকাংশ রোগী ঢাকায় আক্রান্ত হয়েছে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে ৫০ বেডের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ওয়ার্ড চালু করার পরও অনেক রোগীকে বারান্দায় ও মেঝে মশারি টাঙিয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।
তবে রোগীর চাপ বাড়লে শয্যাসংখ্যা বাড়ানো হবে জানিয়েছেন হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর হাসপাতাল ভবনের তিনতলায় ডেঙ্গু রোগীদের জন্য ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ৫২ জন পুরুষ, ১০ নারী ও ২টি শিশু রয়েছে।
মুক্তাগাছার হাসেন আলীর মেয়ে শরীফা আক্তার (২৪)। তিনি রাজধানীর ফার্মগেট এলাকায় থেকে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি বলেন, ‘২২ অক্টোবর শরীরব্যথা, জ্বর, মাথাব্যথা অনুভব করি। সেখানে ২৩ অক্টোবর পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ আসে। পরে সেখান থেকে বাড়িতে এসে ২৩ অক্টোবর এই হাসপাতালে ভর্তি হই। তবে আগের থেকে এখন কিছুটা ভালো আছি।’
মোস্তাফিজুর রহমান জেলার ফুলবাড়িয়া উপজেলার নুর মোহাম্মদের ছেলে। তিনি ঢাকার বাড্ডা এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন। মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার কাঁপুনি দিয়ে জ্বর ওঠে, সঙ্গে মাথাব্যথা, বমি ও শরীরের চামড়ায় পর্যন্ত ব্যথা অনুভব করি। পরদিন শুক্রবার বাড়িতে নিজের বাড়িতে এসে পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ আসে। পরে এই হাসপাতালে ভর্তি হই।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ৫০ শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। রোগীর চাপ বাড়লেও আমরা কাউকেই ফিরিয়ে দিচ্ছি না। সবাইকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যে কারণে রোগীকে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শয্যা বাড়ানোর পরিকল্পনা আছে।’ ভর্তি হওয়া অধিকাংশ রোগী ঢাকায় আক্রান্ত বলেও জানান তিনি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের মধ্যে কোনো ডেঙ্গু রোগী নেই। আমরা উড়ন্ত মশা নিধনের জন্য সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডকে ৩টি জোনে ভাগ করেছি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। ভর্তি হওয়া অধিকাংশ রোগী ঢাকায় আক্রান্ত হয়েছে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে ৫০ বেডের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ওয়ার্ড চালু করার পরও অনেক রোগীকে বারান্দায় ও মেঝে মশারি টাঙিয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।
তবে রোগীর চাপ বাড়লে শয্যাসংখ্যা বাড়ানো হবে জানিয়েছেন হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর হাসপাতাল ভবনের তিনতলায় ডেঙ্গু রোগীদের জন্য ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ৫২ জন পুরুষ, ১০ নারী ও ২টি শিশু রয়েছে।
মুক্তাগাছার হাসেন আলীর মেয়ে শরীফা আক্তার (২৪)। তিনি রাজধানীর ফার্মগেট এলাকায় থেকে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি বলেন, ‘২২ অক্টোবর শরীরব্যথা, জ্বর, মাথাব্যথা অনুভব করি। সেখানে ২৩ অক্টোবর পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ আসে। পরে সেখান থেকে বাড়িতে এসে ২৩ অক্টোবর এই হাসপাতালে ভর্তি হই। তবে আগের থেকে এখন কিছুটা ভালো আছি।’
মোস্তাফিজুর রহমান জেলার ফুলবাড়িয়া উপজেলার নুর মোহাম্মদের ছেলে। তিনি ঢাকার বাড্ডা এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন। মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার কাঁপুনি দিয়ে জ্বর ওঠে, সঙ্গে মাথাব্যথা, বমি ও শরীরের চামড়ায় পর্যন্ত ব্যথা অনুভব করি। পরদিন শুক্রবার বাড়িতে নিজের বাড়িতে এসে পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ আসে। পরে এই হাসপাতালে ভর্তি হই।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ৫০ শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। রোগীর চাপ বাড়লেও আমরা কাউকেই ফিরিয়ে দিচ্ছি না। সবাইকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যে কারণে রোগীকে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শয্যা বাড়ানোর পরিকল্পনা আছে।’ ভর্তি হওয়া অধিকাংশ রোগী ঢাকায় আক্রান্ত বলেও জানান তিনি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের মধ্যে কোনো ডেঙ্গু রোগী নেই। আমরা উড়ন্ত মশা নিধনের জন্য সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডকে ৩টি জোনে ভাগ করেছি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪