সম্পাদকীয়
শিশুসাহিত্যের অনুরাগী অথচ ‘আজব দেশে এলিস’ পড়েনি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইদানীং হয়তো নতুন নতুন লেখার ভিড়ে নতুন দিনের শিশুরা অন্য ধরনের বইয়ে আকৃষ্ট হয়, কিন্তু যুগের পর যুগ ধরে লুইস ক্যারলের অনবদ্য সৃষ্টি ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ পাঠকের মনের খিদে মিটিয়েছে।
কে ছিল এই এলিস, তা অনেকেই জানে। কিন্তু এই এলিসের সঙ্গে লেখক লুইস ক্যারলের রোমান্টিক সম্পর্ক ছিল কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে অদ্যাবধি।
সারা জীবন ক্যারল ছিলেন অকৃতদার। কিন্তু তাঁর সঙ্গে নারীদের সম্পর্কের বিষয়টি নিয়ে গবেষকেরা খুব ভেবেছেন। কিন্তু ভাবনাগুলো সবই ‘যদি’, ‘কিন্তু’ ইত্যাদি দিয়ে ঘেরা। একেবারে নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব হয়নি।
‘লিডেল’ পরিবারের মেয়েদের গৃহশিক্ষক ছিলেন লুইস ক্যারল। মেয়েদের মধ্যে এগারো বছর বয়সীটার নাম ছিল এলিস। এই এলিসের সঙ্গে বসে চা খেতে পছন্দ করতেন ক্যারল, চায়ের টেবিলেই শোনাতেন রূপকথার গল্প। যদিও ক্যারল বলেছেন যে এলিসকে নিয়ে লেখা দুটো উপন্যাসই তিনি কল্পনা থেকে তৈরি করেছেন, কিন্তু যে কেউ উপন্যাস দুটি পড়লে সেখানে লিডেল পরিবারের মেয়েদের উপস্থিতি টের পাবেন।
তরুণ শিক্ষকের সঙ্গে নিজের মেয়েদের দহরম-মহরম খুব বেশি ভালো লাগেনি মিসেস লিডেলের। তিনি ১৮৬৪ সালের কোনো এক সময় শিক্ষকের সঙ্গে মেয়েদের বাইরে ঘুরে বেড়ানো বন্ধ করে দিলেন। এলিসকে লেখা ক্যারলের সবগুলো চিঠি তিনি নষ্ট করে ফেললেন। এ সময় নাকি ক্যারল মিসেস লিডেলের কাছে প্রস্তাব রেখেছিলেন, এলিস বড় হলে তিনি ওকে বিয়ে করতে চান। কিন্তু এ কথার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি।
বয়স বাড়তেই এলিসের মধ্যে পরিবর্তন লক্ষ করলেন ক্যারল। লিখে রাখলেন, ‘এটা হয়তো বয়ঃসন্ধির কারণে ঘটছে। বড় হওয়ার পরও লুইস ক্যারল এলিসের মধ্যে সেই শিশুটিকেই দেখতে পেতেন, যে শিশুটি খুবই তৃষ্ণার্ত হয়ে লুইস ক্যারলের বলা গল্পগুলো শুনত।
সূত্র: লুইস-ক্যারল ডট রু
শিশুসাহিত্যের অনুরাগী অথচ ‘আজব দেশে এলিস’ পড়েনি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইদানীং হয়তো নতুন নতুন লেখার ভিড়ে নতুন দিনের শিশুরা অন্য ধরনের বইয়ে আকৃষ্ট হয়, কিন্তু যুগের পর যুগ ধরে লুইস ক্যারলের অনবদ্য সৃষ্টি ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ পাঠকের মনের খিদে মিটিয়েছে।
কে ছিল এই এলিস, তা অনেকেই জানে। কিন্তু এই এলিসের সঙ্গে লেখক লুইস ক্যারলের রোমান্টিক সম্পর্ক ছিল কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে অদ্যাবধি।
সারা জীবন ক্যারল ছিলেন অকৃতদার। কিন্তু তাঁর সঙ্গে নারীদের সম্পর্কের বিষয়টি নিয়ে গবেষকেরা খুব ভেবেছেন। কিন্তু ভাবনাগুলো সবই ‘যদি’, ‘কিন্তু’ ইত্যাদি দিয়ে ঘেরা। একেবারে নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব হয়নি।
‘লিডেল’ পরিবারের মেয়েদের গৃহশিক্ষক ছিলেন লুইস ক্যারল। মেয়েদের মধ্যে এগারো বছর বয়সীটার নাম ছিল এলিস। এই এলিসের সঙ্গে বসে চা খেতে পছন্দ করতেন ক্যারল, চায়ের টেবিলেই শোনাতেন রূপকথার গল্প। যদিও ক্যারল বলেছেন যে এলিসকে নিয়ে লেখা দুটো উপন্যাসই তিনি কল্পনা থেকে তৈরি করেছেন, কিন্তু যে কেউ উপন্যাস দুটি পড়লে সেখানে লিডেল পরিবারের মেয়েদের উপস্থিতি টের পাবেন।
তরুণ শিক্ষকের সঙ্গে নিজের মেয়েদের দহরম-মহরম খুব বেশি ভালো লাগেনি মিসেস লিডেলের। তিনি ১৮৬৪ সালের কোনো এক সময় শিক্ষকের সঙ্গে মেয়েদের বাইরে ঘুরে বেড়ানো বন্ধ করে দিলেন। এলিসকে লেখা ক্যারলের সবগুলো চিঠি তিনি নষ্ট করে ফেললেন। এ সময় নাকি ক্যারল মিসেস লিডেলের কাছে প্রস্তাব রেখেছিলেন, এলিস বড় হলে তিনি ওকে বিয়ে করতে চান। কিন্তু এ কথার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি।
বয়স বাড়তেই এলিসের মধ্যে পরিবর্তন লক্ষ করলেন ক্যারল। লিখে রাখলেন, ‘এটা হয়তো বয়ঃসন্ধির কারণে ঘটছে। বড় হওয়ার পরও লুইস ক্যারল এলিসের মধ্যে সেই শিশুটিকেই দেখতে পেতেন, যে শিশুটি খুবই তৃষ্ণার্ত হয়ে লুইস ক্যারলের বলা গল্পগুলো শুনত।
সূত্র: লুইস-ক্যারল ডট রু
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫