আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের বাইরে সোনাদিয়া এলাকায় গত সোমবার রাতে ও মঙ্গলবার সন্ধ্যায় জলদস্যুরা দুটি ফিশিং বোটে ডাকাতিসহ ২২ জেলেকে জিম্মি করে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনসহ ১১ জেলে গতকাল বুধবার চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূলে ফিরে এসেছেন। তবে ১১ জন এখনো জলদস্যুদের কাছে জিম্মি রয়েছে বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা।
জলদস্যুদের হাতে জিম্মি এক জেলেকে ছাড়তে মুক্তিপণ দাবি করছে বলে জানান ডাকাতির শিকার বোটের মালিক জাহাঙ্গীর আলম।
কোস্টগার্ড গহিরা সাঙ্গু স্টেশন কমান্ডার আরশাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হওয়া জেলেদের উদ্ধারে অভিযানে নেমেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড ও ফিরে আসা জেলেরা জানান, বঙ্গোপসাগরের সোনাদিয়া এলাকায় মাছ ধরার সময় গত সোমবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার নুরুন্নবীর মালিকানাধীন বোটে জলদস্যুরা হামলা করে বোটের মালামালসহ ১৭ জেলেকে জিম্মি করে মারধর করে।
এ ঘটনার এক দিন পর জলদস্যুরা গত মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারার পূর্ব গহিরার জাহাঙ্গীর আলমের বোটে হামলা করে। বোট থেকে মালামাল লুটে জেলেরা বাধা দিলে গুলি চালায়। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। এ সময় জাহাঙ্গীরের বোটের মাঝিকে জিম্মি করে নিয়ে যাওয়ার সময় ভোলার নুরুন্নবীর মালিকানাধীন বোটে জিম্মি হওয়া সাত জেলে লাফ দিয়ে জাহাঙ্গীরের বোটে চলে আসেন। এরপর ১১ জেলে ডাকাতের জিম্মি থেকে গতকাল সকালে আনোয়ারার গহিরা উপকূলে ফিরে আসতে সক্ষম হন।
ফিরে আসা জেলেরা হলেন ভোলার চরফ্যাশনের বাসিন্দা মহিউদ্দিন (৭০), মো. কালু (২৪), মনির হোসেন (৪০), তরিকুল ইসলাম (৬৪), জয়নাল আবেদীন (৬০), মিলন (৪০) ও মো. ফরিদ (৩৫) এবং পূর্ব গহিরার আইয়ুব আলী (৩০), নেজাম উদ্দিন (৩০), শওকত (৩২) ও মো. পারভেজ (২২)।
তাঁদের মধ্যে ফরিদ, মহিউদ্দিন ও কালু গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের মারধর করে আহত করা হয়েছে।
গুলিবিদ্ধ ফরিদ বলেন, জলদস্যুরা তাঁদের বোটে হামলা চালিয়ে ১৭ মাঝিমাল্লাকে জিম্মি করে। পরে তাঁরা ৭ জন আনোয়ারার জাহাঙ্গীর আলমের মালিকানাধীন বোটে করে পালিয়ে আসেন।
ডাকাতির শিকার হাফেজ মৌ. মনির উদ্দীন নামের বোটের মালিক আনোয়ারার পূর্ব গহিরার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘আট দিন আগে পাঁচ মাঝিমাল্লা নিয়ে আমার মালিকানাধীন হাফেজ মৌ. মনির আহমদ বোটটি বঙ্গোপসাগরে যায়। মাছ ধরার সময় গত মঙ্গলবার সন্ধ্যায় জলদস্যুরা আমার বোটে হামলা করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় আমার এক জেলেকে জলদস্যুরা জিম্মি করে নিয়ে যায়। বর্তমানে অপহৃত বোটের মাঝি জামালকে ফিরেয়ে দিতে জলদস্যুরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিলে তাঁকে ফেরত দেবে বলে জানায় জলদস্যুরা।’
এ বিষয়ে সাঙ্গু কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার আরশাদুল ইসলাম বলেন, ‘গতকাল সকাল ৮টায় স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পাই, বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় আহত ব্যক্তিরা ফিরে এসেছেন। পরে আমরা জেলেদের পূর্ব গহিরার ফকিরহাট এলাকা থেকে উদ্ধার করি। বাকি অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের বাইরে সোনাদিয়া এলাকায় গত সোমবার রাতে ও মঙ্গলবার সন্ধ্যায় জলদস্যুরা দুটি ফিশিং বোটে ডাকাতিসহ ২২ জেলেকে জিম্মি করে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনসহ ১১ জেলে গতকাল বুধবার চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূলে ফিরে এসেছেন। তবে ১১ জন এখনো জলদস্যুদের কাছে জিম্মি রয়েছে বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা।
জলদস্যুদের হাতে জিম্মি এক জেলেকে ছাড়তে মুক্তিপণ দাবি করছে বলে জানান ডাকাতির শিকার বোটের মালিক জাহাঙ্গীর আলম।
কোস্টগার্ড গহিরা সাঙ্গু স্টেশন কমান্ডার আরশাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হওয়া জেলেদের উদ্ধারে অভিযানে নেমেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড ও ফিরে আসা জেলেরা জানান, বঙ্গোপসাগরের সোনাদিয়া এলাকায় মাছ ধরার সময় গত সোমবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার নুরুন্নবীর মালিকানাধীন বোটে জলদস্যুরা হামলা করে বোটের মালামালসহ ১৭ জেলেকে জিম্মি করে মারধর করে।
এ ঘটনার এক দিন পর জলদস্যুরা গত মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারার পূর্ব গহিরার জাহাঙ্গীর আলমের বোটে হামলা করে। বোট থেকে মালামাল লুটে জেলেরা বাধা দিলে গুলি চালায়। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। এ সময় জাহাঙ্গীরের বোটের মাঝিকে জিম্মি করে নিয়ে যাওয়ার সময় ভোলার নুরুন্নবীর মালিকানাধীন বোটে জিম্মি হওয়া সাত জেলে লাফ দিয়ে জাহাঙ্গীরের বোটে চলে আসেন। এরপর ১১ জেলে ডাকাতের জিম্মি থেকে গতকাল সকালে আনোয়ারার গহিরা উপকূলে ফিরে আসতে সক্ষম হন।
ফিরে আসা জেলেরা হলেন ভোলার চরফ্যাশনের বাসিন্দা মহিউদ্দিন (৭০), মো. কালু (২৪), মনির হোসেন (৪০), তরিকুল ইসলাম (৬৪), জয়নাল আবেদীন (৬০), মিলন (৪০) ও মো. ফরিদ (৩৫) এবং পূর্ব গহিরার আইয়ুব আলী (৩০), নেজাম উদ্দিন (৩০), শওকত (৩২) ও মো. পারভেজ (২২)।
তাঁদের মধ্যে ফরিদ, মহিউদ্দিন ও কালু গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের মারধর করে আহত করা হয়েছে।
গুলিবিদ্ধ ফরিদ বলেন, জলদস্যুরা তাঁদের বোটে হামলা চালিয়ে ১৭ মাঝিমাল্লাকে জিম্মি করে। পরে তাঁরা ৭ জন আনোয়ারার জাহাঙ্গীর আলমের মালিকানাধীন বোটে করে পালিয়ে আসেন।
ডাকাতির শিকার হাফেজ মৌ. মনির উদ্দীন নামের বোটের মালিক আনোয়ারার পূর্ব গহিরার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘আট দিন আগে পাঁচ মাঝিমাল্লা নিয়ে আমার মালিকানাধীন হাফেজ মৌ. মনির আহমদ বোটটি বঙ্গোপসাগরে যায়। মাছ ধরার সময় গত মঙ্গলবার সন্ধ্যায় জলদস্যুরা আমার বোটে হামলা করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় আমার এক জেলেকে জলদস্যুরা জিম্মি করে নিয়ে যায়। বর্তমানে অপহৃত বোটের মাঝি জামালকে ফিরেয়ে দিতে জলদস্যুরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিলে তাঁকে ফেরত দেবে বলে জানায় জলদস্যুরা।’
এ বিষয়ে সাঙ্গু কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার আরশাদুল ইসলাম বলেন, ‘গতকাল সকাল ৮টায় স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পাই, বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় আহত ব্যক্তিরা ফিরে এসেছেন। পরে আমরা জেলেদের পূর্ব গহিরার ফকিরহাট এলাকা থেকে উদ্ধার করি। বাকি অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪