Ajker Patrika

কাজ শেষের আগেই নড়বড়ে!

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১০: ৩০
কাজ শেষের আগেই নড়বড়ে!

নারায়ণগঞ্জের বন্দরে মিরকুন্ডি উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মিরকুন্ডি উচ্চবিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের কাজ চলছে। বর্তমানে কাজটি করছে মেসার্স ইরফান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শিডিউল অনুযায়ী ভবনটির ছাদের ঢালাইয়ের প্রস্থ ৫ ইঞ্চি থাকার কথা। তবে অভিযোগ উঠেছে ঢালাইয়ের প্রস্থ এর চেয়ে কম।

শুধু তাই নয়, মূল ভবনের দেয়াল নির্মাণে রয়েছে বড় ধরনের ত্রুটি। ফলে পাশের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলেই কাঁপতে থাকে নির্মাণাধীন ভবনটি। হাত দিয়ে ধাক্কা দিলেও কেঁপে ওঠে দেয়াল। প্লাস্টার করা দেয়ালে আঁচড় কাটলেই উঠে আসে সিমেন্ট।

স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী ভূঁইয়া বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনটির কারণে পাশের ভবনে শিক্ষার্থীরা ক্লাস করতে ভয় পাচ্ছে। এভাবে ভবনের কাজ সম্পন্ন করা হলে তা হবে শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক। নতুন ভবনে ক্লাস করতে ভয় পাবে শিক্ষার্থীরা।’

অভিযোগের সত্যতা স্বীকার করে মেসার্স ইরফান ট্রেডার্সের মালিক বাবু বলেন, ‘এই ভবন নির্মাণে কিছুটা ত্রুটি হয়েছে। দ্রুত ভুলগুলো সংশোধন করে ভবনটি ঠিক করা হবে।’

বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। মূলত অবকাঠামোগত বিষয়টি শিক্ষা প্রকৌশল বিভাগ তদারকি করে থাকে। টেন্ডার থেকে শুরু করে দেখাশোনা তারাই করে থাকেন। ফলে নির্মাণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটি তাঁরা ভালো বলতে পারবেন।’

এই বিষয়ে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী সাফিন হাসান আজকের পত্রিকাকে বলেন, অভিযোগটির বিষয়ে আমরা সরেজমিনে পরিদর্শন করব। স্থানীয় ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাটি তদন্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত