Ajker Patrika

ভাতের কষ্ট হবে না মানুষের

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ০৭
ভাতের কষ্ট হবে না মানুষের

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘চালের দাম এখন স্থিতিশীল আছে। মোটা চালের দাম মোটেও বাড়েনি। এ চাল ৪০-৪২ টাকায় পাওয়া যায়। সরু চালের দামটা একটু বেশি। আমরা চিন্তিত গরিব মানুষ, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সীমিত আয়ের মানুষ, বস্তির মানুষদের নিয়ে। কয়েক দিন পরে ৫০ লাখ গরিব পরিবারকে মাত্র ১০ টাকা দরে চাল দেওয়া হবে। কাজেই আশা করি, ভাতের কষ্ট হবে না মানুষের।’

গতকাল শনিবার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে গমের মূল্য আগে ২৫০ ডলার ছিল, যা বেড়ে এখন ৪৫০ ডলার হয়েছে। এটা আগেই হয়েছে। রাশিয়া ও ইউক্রেন অনেক বড় রপ্তানিকারক দেশ। সেখানে যুদ্ধের কারণে ইতিমধ্যে দাম বাড়তে শুরু করেছে। এটার একটা ইমপ্যাক্ট (প্রভাব) আছে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়লেও আমাদের দেশের সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সরকার ইতিমধ্যে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ অন্যান্য পণ্যের ভ্যাট প্রত্যাহার করেছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকে।’

সম্মেলনে বক্তব্য দেন এফএও মহাপরিচালক চু দোয়াংয়ু, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেৃর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন এফএও-এর সহকারী মহাপরিচালক জং-জিন কিম, প্রধান অর্থনীতিবিদ মেক্সিমো টরিরো কুলেন এবং এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন।

এর আগে কৃষিমন্ত্রী, এফএও মহাপরিচালক, কৃষিসচিব, ব্রি মহাপরিচালক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ব্রি চত্বরে চারা রোপণ, জাদুঘর পরিদর্শন, ব্রির বিভিন্ন গবেষণা বিভাগের স্টল ও গবেষণা মাঠ পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত