Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার ক্যাম্পে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার ক্যাম্পে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘোড়া প্রতীকের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী বাচ্চু শেখের বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুর, কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মোশাররফ মোল্লা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় লিখিত বক্তব্যে মোশাররফ মোল্লা বাচ্চু শেখ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং মজুতকৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।

মোশাররফ মোল্লা বলেন, ১৯ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কাজী কসবা গ্রামে আমার নির্বাচনী ক্যাম্পে আমার কর্মী মোহসিন, আব্দুল জব্বার ও আক্তার হোসেনসহ পাঁচ থেকে ছয়জন কর্মীকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করে স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত