Ajker Patrika

শেখ মুজিব, বঙ্গবন্ধু, জাতির পিতা

সম্পাদকীয়
শেখ মুজিব, বঙ্গবন্ধু, জাতির পিতা

বঙ্গবন্ধু শব্দটি নিয়ে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের কোনো আপত্তি ছিল না। তিনি শব্দটিকে যে অর্থ দিয়ে বুঝতেন, তা হলো—শেখ মুজিব একটি প্রতীক ছিলেন এবং তা প্রত্যক্ষ অর্থেই। এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা হয়েই দেখা দিয়েছিলেন তিনি। তাঁর মধ্যে এই এলাকার মানুষ নিজের আশাকে মূর্ত হিসেবে দেখত। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বাংলাদেশের এক হাজার মাইলের মধ্যেও ছিলেন না। কিন্তু সাধারণ মানুষ এবং রাজনীতিসচেতন মানুষ তাঁর কথা ভেবেই অনুপ্রাণিত হতো। শারীরিকভাবে শেখ মুজিব উপস্থিত ছিলেন না, কিন্তু সবকিছুর কেন্দ্রে ছিলেন তিনি এবং একমাত্র তিনি।

আর জাতির পিতা? অধ্যাপক আব্দুর রাজ্জাক জাতির পিতা ধারণাটি কীভাবে দেখেন? হ্যাঁ, এখানেও ধারণাটি দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষাকে বোঝানো হয়। জর্জ ওয়াশিংটনকে যখন বলা হয় যুক্তরাষ্ট্রের জাতির পিতা, গান্ধীকে ভারতের, জিন্নাহকে পাকিস্তানের, তখন এ কথাই বোঝানো হয় যে এই মানুষেরা নিজেদের স্বাধীনতা লাভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিলেন। সেই অর্থে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ছিলেন।

শেখ মুজিবকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো কেন? আব্দুর রাজ্জাকের কাছে এ প্রশ্নের জবাবও তৈরি। কেউ যখন নিহত হন, তখন বুঝতে হবে তিনি কোনো না কোনো উপায়ে বিশেষ কারও বিরাগভাজন হয়েছেন। তার মানে তিনি কারও স্বার্থ ক্ষুণ্ন করেছেন। আব্রাহাম লিঙ্কন, গান্ধী কিংবা শেখ মুজিবের হত্যাকাণ্ড এটাই প্রমাণ করে যে তাঁরা একটা দলকে শত্রুতে পরিণত করেছেন। এই হত্যাকাণ্ড প্রমাণ করে না যে ওই ব্যক্তিরা খারাপভাবে দেশ শাসন করছিলেন কিংবা তাঁরা খুব বেশি ভুল করেছেন। শেখ মুজিবের ক্ষেত্রেও একই কথা বলতে হয়।

এরপর আব্দুর রাজ্জাক বললেন, ‘এটা ঠিক যে আমাদের দেশের সাধারণ মানুষ—রিকশাওয়ালা, বস্তিবাসীরা শেখ মুজিবুর রহমানের সময় একটু বেশি সোজাভাবে দাঁড়াত, একটু বেশি শক্তিশালী বোধ করত।’ 

সূত্র: হুমায়ুন আজাদ, সাক্ষাৎকার, পৃষ্ঠা ২১-২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপাতাড়ি গুলি করে মুহূর্তেই সটকে পড়ে মুখোশধারীরা

গত সেপ্টেম্বরেই বিয়ে করেন, বিএনপি নেতার পাশে গুলিতে নিহত কে এই বাবলা

পাইলটের উড্ডয়নের ত্রুটিতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: প্রেস সচিব

সাবেক সেনাসদস্যকে ‘হানি ট্র‍্যাপে’ ফেলে চার লাখ টাকা আদায়, গ্রেপ্তার ২

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ