নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে জামাল ভূঁইয়াদের প্রধান কোচ হিসেবে অস্কার ব্রুজোনই ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রথম পছন্দ। আলোচনায় ছিলেন দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকও। তবে ব্রুজোন কিংবা মারুফ নন, লঙ্কা অভিযানে বাংলাদেশের ডাগআউটে থাকবেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।
কাগজকলমে এখনো বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে। সাফের আগে তাঁকে দুই মাসের অব্যাহতি দিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয় বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনকে। সাফে বাংলাদেশকে ফাইনালে তুলতে না পারলেও স্প্যানিশ কোচের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল বাফুফে। মালদ্বীপ থেকে বাংলাদেশে ফেরার পর ব্যক্তিগতভাবে ব্রুজোনের সঙ্গে নিজ বাসায় বৈঠকও করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে ক্লান্তি আর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কারণ দেখিয়ে চার জাতি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে দেশে ফিরে গেছেন এই স্প্যানিশ কোচ।
ছুটি কাটানোর কারণ দেখালেও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ব্রুজোন স্পেন ফিরে গেছেন, এমনটাই বললেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হওয়া চার জাতি টুর্নামেন্টের সময় স্পেনে তিন দিনের কোচিং ডিপ্লোমা কোর্সে সশরীরে হাজির থাকতে হবে তাঁকে। হালনাগাদ করতে হবে কোচিং লাইসেন্স। গতকাল সোহাগ বলেছেন, ‘ব্রুজোনের কিছু সমস্যা আছে। তিনি বাফুফেকে সবকিছুই বলে গেছেন। ব্রুজোনের সব সমস্যা আমলে নিয়েই বাফুফে আসলে অন্য কোচকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করেছে।’ ব্রুজোনের পাশাপাশি মারুফুল হকের নামটাও ভাবনা ছিল বাফুফের। জানা গেছে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে থাকা উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচের আছে ‘লাইসেন্স হালনাগাদকরণ’ সমস্যা।
দ্রুত বিকল্প হিসেবে তাই মারিও লেমোসকেই চার জাতি টুর্নামেন্টের জন্য বেছে নিয়েছে বাফুফে। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও ছিলেন তিনি। তিন মৌসুম ধরে আছেন ঘরোয়া লিগের দল আবাহনীর দায়িত্বে। তার অধীনেই ২০১৯ সালে এএফসি কাপের ইন্টার-জোন সেমিফাইনালে খেলেছিল আবাহনী। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করা লেমোস দ্রুতই বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন সোহাগ।
শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে জামাল ভূঁইয়াদের প্রধান কোচ হিসেবে অস্কার ব্রুজোনই ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রথম পছন্দ। আলোচনায় ছিলেন দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকও। তবে ব্রুজোন কিংবা মারুফ নন, লঙ্কা অভিযানে বাংলাদেশের ডাগআউটে থাকবেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।
কাগজকলমে এখনো বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে। সাফের আগে তাঁকে দুই মাসের অব্যাহতি দিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয় বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনকে। সাফে বাংলাদেশকে ফাইনালে তুলতে না পারলেও স্প্যানিশ কোচের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল বাফুফে। মালদ্বীপ থেকে বাংলাদেশে ফেরার পর ব্যক্তিগতভাবে ব্রুজোনের সঙ্গে নিজ বাসায় বৈঠকও করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে ক্লান্তি আর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কারণ দেখিয়ে চার জাতি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে দেশে ফিরে গেছেন এই স্প্যানিশ কোচ।
ছুটি কাটানোর কারণ দেখালেও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ব্রুজোন স্পেন ফিরে গেছেন, এমনটাই বললেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হওয়া চার জাতি টুর্নামেন্টের সময় স্পেনে তিন দিনের কোচিং ডিপ্লোমা কোর্সে সশরীরে হাজির থাকতে হবে তাঁকে। হালনাগাদ করতে হবে কোচিং লাইসেন্স। গতকাল সোহাগ বলেছেন, ‘ব্রুজোনের কিছু সমস্যা আছে। তিনি বাফুফেকে সবকিছুই বলে গেছেন। ব্রুজোনের সব সমস্যা আমলে নিয়েই বাফুফে আসলে অন্য কোচকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করেছে।’ ব্রুজোনের পাশাপাশি মারুফুল হকের নামটাও ভাবনা ছিল বাফুফের। জানা গেছে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে থাকা উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচের আছে ‘লাইসেন্স হালনাগাদকরণ’ সমস্যা।
দ্রুত বিকল্প হিসেবে তাই মারিও লেমোসকেই চার জাতি টুর্নামেন্টের জন্য বেছে নিয়েছে বাফুফে। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও ছিলেন তিনি। তিন মৌসুম ধরে আছেন ঘরোয়া লিগের দল আবাহনীর দায়িত্বে। তার অধীনেই ২০১৯ সালে এএফসি কাপের ইন্টার-জোন সেমিফাইনালে খেলেছিল আবাহনী। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করা লেমোস দ্রুতই বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন সোহাগ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫