Ajker Patrika

ব্রুজোনের অনাগ্রহে এবার জামালদের কোচ লেমোস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭: ৫৩
ব্রুজোনের অনাগ্রহে এবার জামালদের কোচ লেমোস

শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে জামাল ভূঁইয়াদের প্রধান কোচ হিসেবে অস্কার ব্রুজোনই ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রথম পছন্দ। আলোচনায় ছিলেন দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকও। তবে ব্রুজোন কিংবা মারুফ নন, লঙ্কা অভিযানে বাংলাদেশের ডাগআউটে থাকবেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।

কাগজকলমে এখনো বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে। সাফের আগে তাঁকে দুই মাসের অব্যাহতি দিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয় বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনকে। সাফে বাংলাদেশকে ফাইনালে তুলতে না পারলেও স্প্যানিশ কোচের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল বাফুফে। মালদ্বীপ থেকে বাংলাদেশে ফেরার পর ব্যক্তিগতভাবে ব্রুজোনের সঙ্গে নিজ বাসায় বৈঠকও করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে ক্লান্তি আর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কারণ দেখিয়ে চার জাতি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে দেশে ফিরে গেছেন এই স্প্যানিশ কোচ।

ছুটি কাটানোর কারণ দেখালেও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ব্রুজোন স্পেন ফিরে গেছেন, এমনটাই বললেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হওয়া চার জাতি টুর্নামেন্টের সময় স্পেনে তিন দিনের কোচিং ডিপ্লোমা কোর্সে সশরীরে হাজির থাকতে হবে তাঁকে। হালনাগাদ করতে হবে কোচিং লাইসেন্স। গতকাল সোহাগ বলেছেন, ‘ব্রুজোনের কিছু সমস্যা আছে। তিনি বাফুফেকে সবকিছুই বলে গেছেন। ব্রুজোনের সব সমস্যা আমলে নিয়েই বাফুফে আসলে অন্য কোচকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করেছে।’ ব্রুজোনের পাশাপাশি মারুফুল হকের নামটাও ভাবনা ছিল বাফুফের। জানা গেছে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে থাকা উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচের আছে ‘লাইসেন্স হালনাগাদকরণ’ সমস্যা।

দ্রুত বিকল্প হিসেবে তাই মারিও লেমোসকেই চার জাতি টুর্নামেন্টের জন্য বেছে নিয়েছে বাফুফে। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও ছিলেন তিনি। তিন মৌসুম ধরে আছেন ঘরোয়া লিগের দল আবাহনীর দায়িত্বে। তার অধীনেই ২০১৯ সালে এএফসি কাপের ইন্টার-জোন সেমিফাইনালে খেলেছিল আবাহনী। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করা লেমোস দ্রুতই বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন সোহাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত