Ajker Patrika

‘ভোটের পরে আমরার কথা মনে তাহেনা’

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ১৪
‘ভোটের পরে আমরার কথা মনে তাহেনা’

বুধবার বেলা ১১টা। আলীনগর গ্রামের পশ্চিম পাড়ায় গণসংযোগ চালাচ্ছেন এক চেয়ারম্যান প্রার্থী। জয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তুলে ধরছেন ইউনিয়ন নিয়ে নানা পরিকল্পনার কথা।

দেওঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যস্ত প্রচারে। তবে ভোটাররা বলছেন, নির্বাচনের পর জনপ্রতিনিধিরা মনে রাখেন না সাধারণ ভোটারদের।

অষ্টগ্রাম নির্বাচন অফিস সূত্র জানা গেছে, পঞ্চম ধাপে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৮ ইউপিতে ভোট। দেওঘরে ইউপিতে এবার এক নারীসহ সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইউপিতে চেয়ারম্যান পদে ১০, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ ও সাধারণ সদস্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে ভোটার ১৫ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৯৭ ও নারী ৭ হাজার ৩৩ জন।

দেওঘর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-হাজী ইব্রাহিম মিয়া (মোটরসাইকেল), মো. চান মিয়া (টেবিল ফ্যান), ফরিদ মিয়া (ঘোড়া), মো. গিয়াস উদ্দিন (আনারস), মো. কাউসার আলম (রজনীগন্ধা), মো. আক্তার হোসেন (টেলিফোন), মো. আবু তাহের পাঠান (চশমা), মো. রহমত আলী (দুটি পাতা), মো. সুজন খান (ঢোল) ও সালমা পারভীন (অটোরিকশা)।

অটোরিকশাচালক দ্বীন ইসলাম বলেন, ‘এবার অনেকে চেয়ারম্যান পদে লড়ছেন। তবে যিনি গরিবদের কথা বলবেন, যাকে সুখে-দুঃখে পামু তাকেই ভোট দিমু। এলাকার শান্তি দিব। সুন্দর করব তাঁকে ভোট দিমু।’

আলীনগর গ্রামের হনুফা বেগম (৪৭) বলেন, ‘ভোটাতঅ (নির্বাচন) আইছে! ভোট দেওন লাগব। ভোটের পরে আমরার কথা মনে তাহেনা, তাঁদের ভোট দিমুনা। এবার ইমন একজনরে ভোট দিমু, যে সব সময় গরিবের কথা কইব।’

চেয়ারম্যান প্রার্থী মো. চান মিয়া বলেন, ‘গত নির্বাচনে নৌকার প্রার্থীর কাছে সামান্য ভোটে পরাজিত হই। এবার নৌকা নেই। মানুষ আমাকে ভালোবাসেন। আশা করি, এবার জয়ী হব।’

বর্তমান চেয়ারম্যান হাজী মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘মানুষের ভালোবাসায় তিনবার চেয়ারম্যান হয়েছি। এবারও তাঁদের চাওয়ায় প্রার্থী হলাম। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত