Ajker Patrika

উপহারের ঘর পেল আরও ১৬ পরিবার

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৬: ৩৯
উপহারের ঘর পেল আরও ১৬ পরিবার

গোলাপগঞ্জে গৃহহীন আরও ১৬ পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর নোয়াপাড়া গ্রামের গৃহহীনদের মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ সহায়তা দেওয়া হয়।

ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা হয়। এতে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু আহমদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর গৃহহীন ও ভূমিহীনদের জন্য এ উদ্যোগ প্রশংসনীয়। অনেক অসহায় পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। অসহায়দের ঘর তৈরির সামর্থ্য ছিল না। তাঁরা প্রধানমন্ত্রীর কল্যাণে পাঁকা ঘর পেয়েছে।’

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল আহমদ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি সুমন আলী, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মখতার আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, ইউপি সদস্য আবদুর রাজ্জাক রেজা, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আহমদ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত