Ajker Patrika

ফেরি পেতে ট্রাকের ১০ ও বাসের তিনঘণ্টা অপেক্ষা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৩৪
ফেরি পেতে ট্রাকের ১০ ও বাসের তিনঘণ্টা অপেক্ষা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ফেরিঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ ও পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির ঘটনায় এই অবস্থা সৃষ্টি হয়েছে।

গতকাল ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় রয়েছে বিভিন্ন যাত্রীবাহী বাস ও পণ‍্যবাহী ট্রাক। এর মধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফেরি পেতে প্রতিটি পণ্যবাহী ট্রাককে ১০ থেকে ১২ ঘণ্টা ও যাত্রীবাহী বাসগুলোকে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকামুখী গাড়িগুলো ফেরিঘাটের দিকে এক কিলোমিটার রাস্তা যেতে তিন ঘণ্টার বেশি সময় লাগছে। মহাসড়কের পাশে খাওয়া–দাওয়া ও টয়লেটের কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন তাঁরা।

ট্রাকচালক মো. আব্দুল্লাহ জানান, তিনি গত বুধবার রাত তিনটার দিকে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়েন। প্রায় ১১ ঘণ্টা সিরিয়ালে থেকেও ফেরির দেখা পাননি তিনি।

বেনাপোল থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক আলামিন জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটায় ঘাট এলাকায় পৌঁছান তিনি। প্রায় ১০ ঘণ্টায় তিনি ঘাট এলাকার কফিলউদ্দিন ফিলিং স্টেশন পর্যন্ত পৌঁছেছেন। তিনি বলেন, ‘এটা কোনো ব্যবস্থা হলো? এখন আর কুলাতে পারছি না। ফেরিতে উঠতে কয় ঘণ্টা সময় লাগবে সেটা ভাবছি। আমার পেছনে আরও কয়েক শ ট্রাক-কাভার্ড ভ্যান আটকে আছে। যাত্রীবাহী গাড়ির পাশাপাশি কিছু পণ্যবাহী গাড়িও ফেরিতে ওঠার সুযোগ দেওয়া উচিত।’

সাকুরা পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক সালাউদ্দিন আহম্মেদ জানান, প্রতিদিন বেলা ১১টার পরে দক্ষিণ–পশ্চিমাঞ্চল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন আসতে থাকে। এসব পরিবহন একসঙ্গে ঘাট এলাকায় এসে পৌঁছায় বলে দীর্ঘ লাইন তৈরি হয়। আবার বিকেলের দিকে কাঁচা সবজির গাড়ির চাপ বাড়তে শুরু করে। এ কারণে সন্ধ্যা থেকে ফেরিঘাটে চাপ আরও বাড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, ১৯টি ফেরির জায়গায় ১৬টি চলছে। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার গাড়ির চাপ থাকায় দীর্ঘ সারি তৈরি হয়েছে। তা ছাড়া গত বুধবার ফেরি ডুবে যাওয়ার কারণে একটি ঘাট বন্ধ আছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের যানবাহন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করায় গাড়ির বাড়তি চাপ পড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত