Ajker Patrika

প্রবাসীদের চিন্তায় শুক্রবার

ফারুক মেহেদী, কাতার থেকে
প্রবাসীদের চিন্তায় শুক্রবার

ব্রাজিল ও আর্জেন্টিনা— দুই দলই কোয়ার্টার ফাইনাল খেলছে আগামী পরশু, শুক্রবারে। পৃথক দুই ম্যাচের খেলায় চূড়ান্ত হবে— কারা যাবে সেমিফাইনালে। যদি দুই দলই জেতে তাহলে ১৩ ডিসেম্বর সেমিফাইনালে দেখা হবে আর্জেন্টিনা ও ব্রাজিলের।

দর্শক-সমর্থকেরা দিনের বেলা ডেজার্ট সাফারি, সমুদ্র ভ্রমণ আর শপিংয়ের পর সন্ধ্যায় বসেন খেলা দেখতে। কেউ মাঠে, কেউ বা ফ্যান ফেস্টিভ্যালে অথবা বিভিন্ন উন্মুক্ত স্থানে বড় পর্দার সামনে। আর প্রবাসী বাংলাদেশিরা সারা দিন কাজের পর চলে আসেন কোনো শপিং মলের জায়ান্ট স্ক্রিনের সামনে। দল বেঁধে খেলা দেখে আনন্দ করতে করতে ঘরে ফেরেন।

শেষ ষোলোর খেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। আর্জেন্টিনা-ব্রাজিলসহ বড় দলগুলো শেষ আটে চলে যাওয়ায় সমর্থকদের মনে নতুন রোমাঞ্চ। এত দিন তাঁরা আতঙ্কে ছিলেন যে ব্রাজিল বা আর্জেন্টিনার কোনোটি না বাদ পড়ে যায়।

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচের দিন, খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই মল অব কাতারের উন্মুক্ত লবির জায়ান্ট স্ক্রিনের চারপাশে আসন পেতে বসতে শুরু করেন দর্শকেরা। পর্দায় যখন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসনসহ তারকা খেলোয়াড়দের ছবি ভেসে ওঠে, তখন আগের ম্যাচে তাদের অনুপস্থিতিতে হারের যে কষ্ট তা অনেকটাই কেটে যায় ব্রাজিল সমর্থকদের। চারদিকে করতালি। আশা জাগে, ব্রাজিল জিতবে। এরপর একে একে বল ঢুকতে থাকে দক্ষিণ কোরিয়ার জালে। পুরো মল অব কাতার যেন উল্লাস আর উৎসবে মাতোয়ারা। ব্রাজিল উঠে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।

আর্জেন্টিনা আগেই সেটা নিশ্চিত করে রাখায়, ব্রাজিল সমর্থকদের কিছুটা অস্বস্তি ছিল। কোনো অঘটন যাতে না ঘটে এ প্রার্থনা সবার মনে। অবশেষে ব্রাজিলও আর্জেন্টিনার মতো শেষ আটে জায়গা করে নেয়।

খেলা শেষে প্রবাসী ব্রাজিল সমর্থকেরা প্রিয় দলের স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন পুরো মল অব কাতার। এ সময় ব্রাজিলের সমর্থক আনোয়ার, আহাদ, মনির ও শরিফ উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ব্রাজিল খুব ভালো খেলে কোয়ার্টার ফাইনালে গেল। কেউ আবার বলছেন, দক্ষিণ কোরিয়া দুর্বল দল, তাই সহজে হারিয়েছে ব্রাজিল। আসলে যারাই এখনো প্রতিযোগিতায় টিকে রয়েছে তারা সবাই ভালো দল। সবারই সবাইকে হারানোর ক্ষমতা রাখে। তবে সবকিছুর পরও ব্রাজিল-আর্জেন্টিনাসহ বড় দলগুলো টিকে থাকায় তাঁরা খুশি।

শুক্রবার রাতে ব্রাজিল ও আর্জেন্টিনার পৃথকভাবে খেলবে সেমিফাইনালে জায়গা করে নিতে। এ নিয়ে প্রবাসীদের মধ্যে উদ্বেগ আছে। আর সত্যিই যদি সেমিফাইনালে এই দুই পরাশক্তির দেখা হয়ে যায় তাহলে না জানি কী হবে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত