Ajker Patrika

ঢাবিতে ছাত্রকে রাতভর আটকে রেখে নির্যাতন

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে ছাত্রকে রাতভর আটকে রেখে নির্যাতন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ‘শিবির সন্দেহে’ এক ছাত্রকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত কয়েক ধাপে হলের পদ্মা ব্লকের একটি কক্ষে নির্যাতনের এ ঘটনা ঘটে।

সকালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন। এদিকে প্রক্টরিয়াল টিমের সদস্যদের কাছ থেকে ওই ছাত্রকে ছিনিয়ে নিয়ে আবার মারধরের অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

ভুক্তভোগীর নাম শাহরিয়াদ মিয়া সাগর। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র। অভিযুক্তরা হলেন হল শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মাজেদুর রহমান, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপসম্পাদক শাকিবুল ইসলাম সুজন, সাহিত্য সম্পাদক ইউসুফ তুহিন, প্রশিক্ষণ সম্পাদক বায়েজিদ বোস্তামী ও মানবসম্পদ সম্পাদক পিয়ার হাসান সাকিব।

ভুক্তভোগী শাহরিয়াদ মিয়া জানান, এক জুনিয়রের সঙ্গে কথা-কাটাকাটির জেরে তাঁকে হলের কক্ষে আটকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

ঢাবির প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, প্রক্টরিয়াল মোবাইল টিম ওই শিক্ষার্থীকে সাপোর্ট দিয়েছে। নিরাপদ রেখেছে।

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘ওই ছাত্র শিবিরের সাংগঠনিক রাজনীতির সঙ্গে জড়িত বলে জেনেছি। তাঁরা একটা কোরাম হয়ে কাজ করে। ১৩ জনের একটি লিস্টও আমরা পেয়েছি। ছাত্রলীগ প্রশাসনকে সহযোগিতা করেছে। কেউ তাঁকে মারধর করেনি।’

হল প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল বাছির বলেন, ‘ভুক্তভোগী মারধরের বিচার চেয়ে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত