নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্ধেক আসন ফাঁকা রেখে গতবার বাস-লঞ্চ চালানোর আগে ভাড়া বাড়ানো হয়েছিল ৬০ শতাংশ। বছরের শেষ দিকে তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া ২৭ শতাংশ আর লঞ্চ ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিধিনিষেধ। বিধিনিষেধের মধ্যে গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করতে হবে। তবে ভাড়া না বাড়িয়ে বাস ও লঞ্চে অর্ধেক আসনে যাত্রী বহনের নির্দেশনা কার্যকর করতে চান না পরিবহনের মালিকেরা।
রেলওয়ে জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। ট্রেনের ভাড়া বাড়বে না। শারীরিক দূরত্ব নিশ্চিত করে আন্তনগর ট্রেনের আসনসংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করা হবে। ৫০ শতাংশ টিকিট অনলাইনে, বাকি ৫০ শতাংশ কাউন্টার থেকে কাটা যাবে। আন্তনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে টিকিট ইস্যু বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে কাটারিং সেবা ও রাত্রিকালীন বেডিং সরবরাহ চালু থাকবে।
বিআরটিএর পরিচালক শেখ মোহাম্মাদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে জানান, কীভাবে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালবে এবং বাসের ভাড়া নিয়ে আলোচনার জন্য আজ বুধবার দুপুরে বিআরটিএর কার্যালয়ে বাসমালিকদের সঙ্গে আলোচনা হবে। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চালানোর বিষয়ে কোনো নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান বাদল জানিয়েছেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা পেলে এ বিষয়ে পদক্ষেপ নেবেন তাঁরা।
একটি সূত্র বলছে, সরকারের নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী পরিবহনে রাজি বাস ও লঞ্চের মালিকেরা। তার আগে বর্ধিত ভাড়া নিশ্চিত করতে চান তাঁরা। ভাড়া না বাড়িয়ে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করবেন না কেউ।
শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত কাগুজে সিদ্ধান্তে পরিণত হবে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, আবারও বাস-লঞ্চের ভাড়া বাড়ানো হলে সাধারণ
মানুষের জীবন বিষিয়ে উঠবে। ফলে সব আসনে যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে।
গতকাল এক বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনার মধ্যে দেশে দেশে গণপরিবহনে যাত্রী কমেছে। অর্ধেক আসনে যাত্রী বহন করে ভারতের বিভিন্ন প্রদেশসহ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার গণপরিবহনে। কিন্তু সেখানে ভাড়া বাড়ানো হয়নি। অর্ধেক আসনে যাত্রী বহনের আগে গতবার গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও অনেক ক্ষেত্রে ১০০ শতাংশ বর্ধিত ভাড়া আদায় করা হয়। সবকিছু স্বাভাবিক রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাস, ট্রেন ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
চলবে বাণিজ্য মেলা
বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চলবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান গতকাল সাংবাদিকদের বলেন, যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে, তাতে বাণিজ্য মেলা চলতে অসুবিধা নেই। বাণিজ্য মেলা বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বিধিনিষেধের মধ্যে মার্কেট খোলা থাকছে, ফলে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলাও চলবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইপিবির মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, এখন থেকে বাণিজ্য মেলায় কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না।
অর্ধেক আসন ফাঁকা রেখে গতবার বাস-লঞ্চ চালানোর আগে ভাড়া বাড়ানো হয়েছিল ৬০ শতাংশ। বছরের শেষ দিকে তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া ২৭ শতাংশ আর লঞ্চ ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিধিনিষেধ। বিধিনিষেধের মধ্যে গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করতে হবে। তবে ভাড়া না বাড়িয়ে বাস ও লঞ্চে অর্ধেক আসনে যাত্রী বহনের নির্দেশনা কার্যকর করতে চান না পরিবহনের মালিকেরা।
রেলওয়ে জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। ট্রেনের ভাড়া বাড়বে না। শারীরিক দূরত্ব নিশ্চিত করে আন্তনগর ট্রেনের আসনসংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করা হবে। ৫০ শতাংশ টিকিট অনলাইনে, বাকি ৫০ শতাংশ কাউন্টার থেকে কাটা যাবে। আন্তনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে টিকিট ইস্যু বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে কাটারিং সেবা ও রাত্রিকালীন বেডিং সরবরাহ চালু থাকবে।
বিআরটিএর পরিচালক শেখ মোহাম্মাদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে জানান, কীভাবে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালবে এবং বাসের ভাড়া নিয়ে আলোচনার জন্য আজ বুধবার দুপুরে বিআরটিএর কার্যালয়ে বাসমালিকদের সঙ্গে আলোচনা হবে। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চালানোর বিষয়ে কোনো নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান বাদল জানিয়েছেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা পেলে এ বিষয়ে পদক্ষেপ নেবেন তাঁরা।
একটি সূত্র বলছে, সরকারের নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী পরিবহনে রাজি বাস ও লঞ্চের মালিকেরা। তার আগে বর্ধিত ভাড়া নিশ্চিত করতে চান তাঁরা। ভাড়া না বাড়িয়ে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করবেন না কেউ।
শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত কাগুজে সিদ্ধান্তে পরিণত হবে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, আবারও বাস-লঞ্চের ভাড়া বাড়ানো হলে সাধারণ
মানুষের জীবন বিষিয়ে উঠবে। ফলে সব আসনে যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে।
গতকাল এক বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনার মধ্যে দেশে দেশে গণপরিবহনে যাত্রী কমেছে। অর্ধেক আসনে যাত্রী বহন করে ভারতের বিভিন্ন প্রদেশসহ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার গণপরিবহনে। কিন্তু সেখানে ভাড়া বাড়ানো হয়নি। অর্ধেক আসনে যাত্রী বহনের আগে গতবার গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও অনেক ক্ষেত্রে ১০০ শতাংশ বর্ধিত ভাড়া আদায় করা হয়। সবকিছু স্বাভাবিক রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাস, ট্রেন ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
চলবে বাণিজ্য মেলা
বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চলবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান গতকাল সাংবাদিকদের বলেন, যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে, তাতে বাণিজ্য মেলা চলতে অসুবিধা নেই। বাণিজ্য মেলা বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বিধিনিষেধের মধ্যে মার্কেট খোলা থাকছে, ফলে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলাও চলবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইপিবির মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, এখন থেকে বাণিজ্য মেলায় কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪