Ajker Patrika

সর্বনিম্ন লেনদেনের রেকর্ড পুঁজি বাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ৫৩
Thumbnail image

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয়েছে। সব কটি মূল্যসূচক পতনের পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে নেমেছে এবং টানা দুদিনের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ১০০ পয়েন্টে নেমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকা, যা চলতি বছরের ২৯ জুনের পর সর্বনিম্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত