Ajker Patrika

বেশি দামে সার বিক্রি ৪ ডিলারকে জরিমানা

ঘাটাইল ও ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৫
বেশি দামে সার বিক্রি   ৪ ডিলারকে জরিমানা

ঘাটাইলে বেশি দামে সার বিক্রির করায় চার ডিলারকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা, ক্রেতাদের ক্রয় রসিদ ও রেজিস্ট্রার না থাকায় উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ন্ত্রণ আইনে ৪ ডিলারকে ১ লাখ ৬০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে খান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, যমুনা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, জাফর অ্যান্ড কোম্পানিকে ৫০ হাজার টাকা এবং অমল এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, পুলিশের একটি দল ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

এ বিষয়ে ইউএনও মো. সোহাগ হোসেন জানান, সারের বাজারের ওপর কঠোর নজর রাখা হচ্ছে। বেশি দামে বিক্রির তথ্য পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই কারণে ভূঞাপুরে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় উপজেলা বাজারের পৌরসভা রোডের মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের মালিককে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোছা. ইশরাত জাহান। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফুন্নেছা ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোছা. ইশরাত জাহান জানান, মেসার্স সাব্বির এন্টারপ্রাইজকে সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত