Ajker Patrika

৯০ কেজি রং মেশানো চিপস জব্দ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২: ০৬
৯০ কেজি রং মেশানো চিপস জব্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রং মেশানো ৯০ কেজি অস্বাস্থ্যকর চিপস জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকায় স্বাস্থ্য পরিদর্শকের নিয়মিত বাজার তদারকির সময় এসব চিপস জব্দ করা হয়। পরে জনসম্মুখে একটি পুকুরে ফেলে অস্বাস্থ্যকর এসব চিপস ধ্বংস করা হয়েছে।

স্বাস্থ্য পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সুখিয়া বাজার ও পৌর বাজার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক লুৎফুন নাহার। এ সময় বাজার পরিচালনা কমিটির সভাপতিসহ স্বাস্থ্য পরিদর্শকের কার্যালয়ের অন্যান্যরা উপস্থিত ছিলেন। তদারকির সময় পৌর এলাকার চারটি দোকান থেকে ৬ বস্তা রং মেশানো অস্বাস্থ্যকর চিপস জব্দ করা হয়। যার আনুমানিক ওজন প্রায় ৯০ কেজি। ভবিষ্যতে যেন এসব রং মেশানো চিপস আর না বিক্রি হয় সে জন্য দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়। পরে জনসম্মুখে একটি পুকুরে ফেলে এসব চিপস ধ্বংস করা হয়।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক লুৎফুন নাহার বলেন, ‘রং মেশানো চিপস অস্বাস্থ্যকর এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এসব চিপস বাজারজাত করা আইনত নিষিদ্ধ। দোকানদারদের সতর্ক করে দেওয়া হয়েছে, যেন এসব বাজারজাত না করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত