Ajker Patrika

জয়পুরহাটে ভাইকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
জয়পুরহাটে ভাইকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু তাহের নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুই সহোদরসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ নূর ইসলাম আসামিদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের সেকেন্দার (৪২), শহিদুল (৪৪) ও উরিপুর গ্রামের বাবু (৪৮)। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি)।

মামলা সূত্রে জানা যায়, আবু তাহেরের সঙ্গে তাঁর দুই ভাই সেকেন্দার ও শহীদুলের জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে ২০০৭ সালের ১ মার্চ দিবাগত রাত ২টার দিকে আবু তাহেরের দণ্ডপ্রাপ্ত দুই ভাইসহ ৪ থেকে ৫ জন লোক ধারালো অস্ত্র নিয়ে তাঁর (আবু তাহেরের) শয়নকক্ষে প্রবেশ করেন। এরপর স্ত্রী সন্তানের সামনেই আবু তাহেরকে ঘর থেকে বের করে আঙিনায় নিয়ে যান। সে সময় তাঁর স্ত্রী সন্তানের হাত-পা বেঁধে, তাঁদের মুখে কাপড় আটকে দেন তাঁরা। তারপর দণ্ডপ্রাপ্তরা চাকু দিয়ে আবু তাহেরকে জবাই করে তাঁর মৃত্যু নিশ্চিতের পর সেখান থেকে চলে যান। এ ঘটনায় পরের দিন তিনজনের নাম উল্লেখ করে আবু তাহেরের শ্বশুর আশরাফ আলী বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্ট নিহতের স্ত্রী ফরিদা ও সন্তান এরফান। তাঁরা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা সাংবাদিকদের জানান, এ রায়ে সন্তুষ্ট নন তাঁরা। তাই এ রায়ের বিপক্ষে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি সাংবাদিকদের বলেন, ২২ জন সাক্ষীর শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত