Ajker Patrika

মায়ের কবরে শায়িত কাজী আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯: ১১
মায়ের কবরে শায়িত কাজী আনোয়ার হোসেন

বিপুল জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মা সাজেদা খাতুনের কবরে তাঁকে দাফন করা হয়।

কাজী আনোয়ার হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরে শায়িত করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর পুত্রবধূ মাসুমা মাইমুর।

এর আগে গতকাল দুপুরে সেগুনবাগিচা কাঁচাবাজার সংলগ্ন জামে মসজিদে কাজী আনোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

কাজী আনোয়ার হোসেনের চাচাতো ভাই কাজী রওনক হোসেন বলেন, ‘উনার শূন্যতা পূরণ করা সম্ভব না। যাঁরা চলে যান তাঁদের কারও শূন্যতাই পূরণ করা যায় না। তাঁর মৃত্যুর পর ভক্তরা যেভাবে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানিয়েছেন তা অকল্পনীয়। তিনি তরুণদের যেভাবে উদ্দীপ্ত করেছেন সেটা এক অসাধারণ ব্যাপার।’

কাজী আনোয়ার হোসেন প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় তিন মাস ধরে অসুস্থ ছিলেন। গত ১০ জানুয়ারি থেকে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত