Ajker Patrika

সড়ক সংস্কারে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ২৪
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাইয়ের ১৩টি গ্রামীণ সড়ক জরুরিভাবে সংস্কারের জন্য ২২ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। এই তালিকা অনুমোদনের জন্য সুপারিশ করেছেন সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘চলতি বর্ষা মৌসুমে মিরসরাইয়ের ১৩টি গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়েছে। জনগণের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। দ্রুত সড়কগুলো সংস্কার করা না হলে জনগণের দুর্ভোগ দিন দিন বাড়বে।’

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘সড়কগুলোর সংস্কারের জন্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সুপারিশ করেছেন। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে জনগণের দুর্ভোগ লাগব হবে।’

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বর্ষা মৌসুমের পর এই রাস্তাগুলোর অবস্থা বেশি খারাপ হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন পেলে আমরা প্রকল্প প্রোফাইল করে পাঠাব। পরে কাজ শুরু হবে। এ ছাড়া একটি ডিটেইল প্রস্তাবনা শিগগিরই পাঠাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত