Ajker Patrika

খানাখন্দের সড়কে চলাচল করা দায়, সংস্কারের দাবি

হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী)
আপডেট : ২১ মে ২০২২, ১১: ৪১
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় হাসনাবাদ-হাইরমারা প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে গেছে। সড়কের বিভিন্ন অংশে উঠে গেছে কংক্রিট। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে। মোটরবাইক, বাইসাইকেল, টমটম, ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে এই সড়কে যাতায়াত করতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত এই সড়ক সংস্কার করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, রায়পুরা-নরসিংদী প্রধান সড়কের মোড় (লেভেল ক্রসিং) পর্যন্ত সব মিলিয়ে দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এ সড়কের সংস্কার এবার নয়, আগামী অর্থবছরে করা হবে।

গত বুধবার সরেজমিন দেখা গেছে, এই সড়কে চরসুবুদ্ধি, নীলক্ষ্যা, আমিরগঞ্জ ও হাইরমারা ইউনিয়নের ২০-৩০টি গ্রামের মানুষ যাতায়াত করে। এটি উপজেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলসহ চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন থেকে জেলা-উপজেলায় যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহার হছে। সড়কটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় যানবাহন নিয়ে চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে। এই সড়কে চলাচলের সময় গাড়ি বিকল হয়। সামান্য বৃষ্টি হলেই সড়কে ছোট-বড় গর্তে পানি জমে। গাড়ির ভেতর পানি ঢুকে চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘অসুস্থ রোগীদের এ রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও নেই। এ কারণে হাসপাতালে নেওয়ার সময় রোগীরা আরও মুমূর্ষু হয়ে পড়েন। তাছাড়া এই সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।’

হাইরমারা ইউপি চেয়ারম্যান ডা. কবির হোসেন বলেন, ‘হাসনাবাদ-হাইরমারা পর্যন্ত রাস্তাটি মেরামতের ব্যাপারে উপজেলা সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। এই সড়কে সর্বসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। অসুস্থ রোগীদের চলাচল করা আরও কষ্টের। জনদুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আশা করি, অতি দ্রুত এই সড়কটি সংস্কার করা হবে।’

আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার। মানুষ কষ্ট করে এ রাস্তা দিয়ে চলাচল করছে। চার-পাঁচটি ইউনিয়নের মানুষের চলাচলের এটিই প্রধান সড়ক। আমিও দ্রুত এ রাস্তার সংস্কার দাবি জানাই।’

উপজেলার প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, ‘হাসনাবাদ সিনেমা হলের মোড় থেকে আমিরগঞ্জ বাজার হয়ে রায়পুরা-নরসিংদী প্রধান সড়কের মোড় (রেল ক্রসিং) পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ১২ কিমি। এ অর্থবছরে অন্যান্য ১ হাজার ৩০০ মিটার রাস্তার কাজ চলছে। ফলে ওই সড়কটি এ বছর সংস্কার করা সম্ভব নয়। পরবর্তী অর্থবছরে করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত