Ajker Patrika

আইনি অধিকার জানতে হবে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২: ৪১
আইনি অধিকার জানতে হবে

প্রশ্ন: আমার বয়স ২৮ বছর। বিয়েহয়েছে তিন বছর আগে। এর এক বছর পর আমি বিদেশে পড়তে চলে যাই। দেশের বাইরে থাকাকালে আমার স্বামীর সঙ্গে কথায় কথায় মনোমালিন্য হতে শুরু করে। একসময় জানতে পারি সে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এখন তাকে বিদেশে আনার প্রক্রিয়া চলছে। কিন্তু আমি আর এ সম্পর্ক এগিয়ে নিতে চাইছি না। আমার মনে হচ্ছে, আমাকে সে খুব বাজেভাবে ব্যবহার করেছে। বিদেশে অবস্থান করা অবস্থায় কি ডিভোর্স দেওয়া যাবে?
সুনন্দা, বরিশাল

উত্তর: হ্যাঁ, বিদেশে থাকা অবস্থায়ও একজন নারী বা পুরুষ ডিভোর্স করতে পারেন। নারী তখনই ডিভোর্স করতে পারেন, যখন কাবিননামায় ১৮ নম্বর কলামে তাঁর ডিভোর্স করার ক্ষমতা থাকবে।

বিদেশে বসে নির্দিষ্ট ফরম পূরণ করে যাঁর যাঁর নির্দিষ্ট সালিসি পরিষদের চেয়ারম্যানকে পাঠাতে হবে। এটা সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতে পারেন। তবে নির্দিষ্ট ফরমের স্বাক্ষর যিনি যে দেশে বসবাস করছেন, সেই দেশের বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

প্রশ্ন: আমার বয়স ৩০ বছর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমার বিয়ে ভেঙে গেছে এক বছর আগে। মিউচুয়াল ডিভোর্স হলেও সাবেক স্বামীর ইচ্ছাতেই বিচ্ছেদ হয়েছে। তবে বিচ্ছেদে নিজের দোষ ঢাকার জন্য আমার চরিত্র নিয়ে সাবেক স্বামী আজেবাজে কথা বলে বেড়াচ্ছেন। এসব কথার বিন্দুমাত্র সত্যতা নেই। অফিসেও এসব কারণে হয়রানির শিকার হতে হচ্ছে। ফোন দিয়ে এসব জানানোর পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন আমি মানহানির মামলা করতে চাই। করণীয় কী?

নাম প্রকাশে অনিচ্ছুক, সীতাকুণ্ড, চট্টগ্রাম

উত্তর: আপনি চাইলে মানহানির মামলা করতে পারেন। তবে যেহেতু আমাদের দেশে অনেক বেশি মামলার জট, তাই মামলা করে ফলাফল পেতে অনেক দেরি হয়। তার চেয়ে আপনি লিগ্যাল এইড দেয় এমন কোনো প্রতিষ্ঠানে গিয়ে সালিসের মাধ্যমে সমাধানের উদ্যোগও নিতে পারেন।

প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। আমি একটি গানের স্কুলে শিশুদের গান শেখাই। পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে ১০ বছর আগে। বিয়ের পর বুঝতে পারি আমার স্বামী নেশা করে। প্রায় প্রতি রাতে নেশা করে বাসায় ফিরে আমাকে নির্যাতন করে। আমার ৫ বছরের একটি সন্তান রয়েছে। নিজের এবং ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এখন ডিভোর্স নিতে চাই। আমার কী করণীয়?

সানজানা আক্তার, খুলনা

উত্তর: আপনি অবশ্যই ডিভোর্সের পদক্ষেপ নিতে পারেন। ডিভোর্স একজন নারী করলেও তিনি দেনমোহর ও ইদ্দতকালীন ভরণপোষণ দাবি করতে পারবেন। এর সঙ্গে আপনার সন্তান আপনার সঙ্গে অবস্থান করলে তার ভরণপোষণও আপনি দাবি করতে পারবেন। আপসে এগুলো আপনার স্বামী না দিলে আপনি মামলা করতে পারেন।

পরামর্শ দিয়েছেন: নীনা গোস্বামী, পরিচালক (প্রোগ্রাম), আইন ও সালিশ কেন্দ্র 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত