Ajker Patrika

নামেই আন্তর্জাতিক মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৯: ৩৩
নামেই আন্তর্জাতিক মেলা

পূর্বাচলে চলমান বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক বলা হলেও বিদেশিদের উপস্থিতি একেবারে নগণ্য। তুর্কিদের একটিমাত্র স্টল ছাড়া বিদেশিদের জন্য বরাদ্দকৃত কোনো স্টল চোখে পড়েনি। ওই স্টলে জায়নামাজ আর গাউন ছাড়া তেমন কোনো পণ্যও ছিল না। তাই মেলা প্রাঙ্গণে এসে হতাশ হয়ে দর্শনার্থীদেরই একজন বলে ওঠেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেন নামেই আন্তর্জাতিক মেলা।

সরেজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলা শুরুর দ্বিতীয় দিনেও অনেক স্টলের নির্মাণকাজ শুরু হয়নি। বাইরে যত্রতত্র পার্কিং এবং ভাসমান হকার ছিল চোখে পড়ার মতো, যা কোনো আন্তর্জাতিক মেলার ক্ষেত্রে কল্পনাও করা যায় না। আর যাতায়াতে ছিল নানা ভোগান্তি। এখনো রাস্তা নির্মাণ পুরোপুরি শেষ হয়নি। ফলে চারপাশে প্রচুর ধুলা ছড়িয়ে থাকে।

পুরো মেলায় দেশি পণ্যের উপস্থিতি লক্ষ করা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দেশীয় বস্ত্র, ফার্নিচার, পাট ও পাটজাতপণ্য, গৃহসামগ্রী, জুতা ও চামড়াজাত পণ্য, স্পোর্টস আইটেম, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্প পণ্য ইত্যাদি।

ঢাকার কেরানীগঞ্জ থেকে পরিবারসহ মেলায় ঘুরতে আসেন মনিরা জাহান নামে এক স্কুলশিক্ষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে এ বছরেই প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে আসেন। প্রায় সব স্টল ঘুরে দেখেছেন। কিন্তু তুর্কিদের একটি স্টল ছাড়া কোনো বিদেশি স্টল দেখতে পাননি তিনি। আর ওই বিদেশি স্টলে শুধু জায়নামাজ এবং গাউন শোভা পাচ্ছিল, যা মেলা ছাড়াও দেশের বিভিন্ন শপিং মলে পাওয়া যায়। কোনো বিদেশি দর্শনার্থী চোখে পড়েনি। তিনি মন্তব্য করেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু নামেই আন্তর্জাতিক মেলা।’

ঢাকার উত্তরার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা দেশের অন্যান্য গতানুগতিক মেলার মতোই একটা আয়োজন।’ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত