নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্বাচলে চলমান বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক বলা হলেও বিদেশিদের উপস্থিতি একেবারে নগণ্য। তুর্কিদের একটিমাত্র স্টল ছাড়া বিদেশিদের জন্য বরাদ্দকৃত কোনো স্টল চোখে পড়েনি। ওই স্টলে জায়নামাজ আর গাউন ছাড়া তেমন কোনো পণ্যও ছিল না। তাই মেলা প্রাঙ্গণে এসে হতাশ হয়ে দর্শনার্থীদেরই একজন বলে ওঠেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেন নামেই আন্তর্জাতিক মেলা।
সরেজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলা শুরুর দ্বিতীয় দিনেও অনেক স্টলের নির্মাণকাজ শুরু হয়নি। বাইরে যত্রতত্র পার্কিং এবং ভাসমান হকার ছিল চোখে পড়ার মতো, যা কোনো আন্তর্জাতিক মেলার ক্ষেত্রে কল্পনাও করা যায় না। আর যাতায়াতে ছিল নানা ভোগান্তি। এখনো রাস্তা নির্মাণ পুরোপুরি শেষ হয়নি। ফলে চারপাশে প্রচুর ধুলা ছড়িয়ে থাকে।
পুরো মেলায় দেশি পণ্যের উপস্থিতি লক্ষ করা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দেশীয় বস্ত্র, ফার্নিচার, পাট ও পাটজাতপণ্য, গৃহসামগ্রী, জুতা ও চামড়াজাত পণ্য, স্পোর্টস আইটেম, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্প পণ্য ইত্যাদি।
ঢাকার কেরানীগঞ্জ থেকে পরিবারসহ মেলায় ঘুরতে আসেন মনিরা জাহান নামে এক স্কুলশিক্ষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে এ বছরেই প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে আসেন। প্রায় সব স্টল ঘুরে দেখেছেন। কিন্তু তুর্কিদের একটি স্টল ছাড়া কোনো বিদেশি স্টল দেখতে পাননি তিনি। আর ওই বিদেশি স্টলে শুধু জায়নামাজ এবং গাউন শোভা পাচ্ছিল, যা মেলা ছাড়াও দেশের বিভিন্ন শপিং মলে পাওয়া যায়। কোনো বিদেশি দর্শনার্থী চোখে পড়েনি। তিনি মন্তব্য করেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু নামেই আন্তর্জাতিক মেলা।’
ঢাকার উত্তরার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা দেশের অন্যান্য গতানুগতিক মেলার মতোই একটা আয়োজন।’ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
পূর্বাচলে চলমান বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক বলা হলেও বিদেশিদের উপস্থিতি একেবারে নগণ্য। তুর্কিদের একটিমাত্র স্টল ছাড়া বিদেশিদের জন্য বরাদ্দকৃত কোনো স্টল চোখে পড়েনি। ওই স্টলে জায়নামাজ আর গাউন ছাড়া তেমন কোনো পণ্যও ছিল না। তাই মেলা প্রাঙ্গণে এসে হতাশ হয়ে দর্শনার্থীদেরই একজন বলে ওঠেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেন নামেই আন্তর্জাতিক মেলা।
সরেজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলা শুরুর দ্বিতীয় দিনেও অনেক স্টলের নির্মাণকাজ শুরু হয়নি। বাইরে যত্রতত্র পার্কিং এবং ভাসমান হকার ছিল চোখে পড়ার মতো, যা কোনো আন্তর্জাতিক মেলার ক্ষেত্রে কল্পনাও করা যায় না। আর যাতায়াতে ছিল নানা ভোগান্তি। এখনো রাস্তা নির্মাণ পুরোপুরি শেষ হয়নি। ফলে চারপাশে প্রচুর ধুলা ছড়িয়ে থাকে।
পুরো মেলায় দেশি পণ্যের উপস্থিতি লক্ষ করা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দেশীয় বস্ত্র, ফার্নিচার, পাট ও পাটজাতপণ্য, গৃহসামগ্রী, জুতা ও চামড়াজাত পণ্য, স্পোর্টস আইটেম, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্প পণ্য ইত্যাদি।
ঢাকার কেরানীগঞ্জ থেকে পরিবারসহ মেলায় ঘুরতে আসেন মনিরা জাহান নামে এক স্কুলশিক্ষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে এ বছরেই প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে আসেন। প্রায় সব স্টল ঘুরে দেখেছেন। কিন্তু তুর্কিদের একটি স্টল ছাড়া কোনো বিদেশি স্টল দেখতে পাননি তিনি। আর ওই বিদেশি স্টলে শুধু জায়নামাজ এবং গাউন শোভা পাচ্ছিল, যা মেলা ছাড়াও দেশের বিভিন্ন শপিং মলে পাওয়া যায়। কোনো বিদেশি দর্শনার্থী চোখে পড়েনি। তিনি মন্তব্য করেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু নামেই আন্তর্জাতিক মেলা।’
ঢাকার উত্তরার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা দেশের অন্যান্য গতানুগতিক মেলার মতোই একটা আয়োজন।’ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৫ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪