Ajker Patrika

হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫: ৩৭
হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুরে হেরোইন ব্যবসায়ের দায়ে মিজানুর রহমান মজনু নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান মজনু গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজি শহীদুল হক জানান, ২০১২ সালে ১২ মে গাংনীর র‌্যাব-৬ এর একটি দল গাংনী বাজার থেকে মিজানুর রহমান মজনুকে ২৯ গ্রাম হেরোইনসহ আটক করেন। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মজনুর বিরুদ্ধে মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার তৎকালীন এস আই আসাদুজ্জামান আসাদ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলায় ১৪ জন সাক্ষ্য দেন। এতে মিজানুর রহমান মজনু দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মিয়াজান আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত