Ajker Patrika

গাড়ি সুরক্ষিত রাখতে

আপডেট : ২৪ জুন ২০২২, ০৯: ৩৬
গাড়ি সুরক্ষিত রাখতে

গাড়ি যেভাবে নিরাপদে রাখা যায়

পানির ওপর দিয়ে গাড়ি না চালানো
রাস্তায় জমে থাকা পানির ওপর দিয়ে গাড়ি চালাবেন না। কারণ, সে পানি কতটা গভীর তা অনেক সময় বোঝা যায় না। পানির ওপর দিয়ে গাড়ি চালালে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

গাড়ি হলে ফার্স্ট গিয়ারে রাখুন
খানাখন্দ বা গর্ত ছাড়া যদি বিকল্প কোনো রাস্তা না থাকে, সে ক্ষেত্রে গাড়ি ফার্স্ট গিয়ারে চালিয়ে যেতে হবে। এতে সহজে গাড়ি নিয়ন্ত্রণ করা যাবে এবং গাড়ির গতির ফলে বহির্গমন পাইপ দিয়ে কাদাপানি গাড়িতে ঢুকতে পারবে না।

রাস্তার উঁচু অংশ ধরে গাড়ি চালান
ঘটনাক্রমে জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালাতে হলে প্রথমে রাস্তার অবস্থা দেখে নিন। রাস্তার কোন অংশ উঁচু, তা বোঝার চেষ্টা করুন এবং সেদিক দিয়ে গাড়ি চালান।

জলাবদ্ধতায় পড়ে গেলে
জলাবদ্ধতায় পড়লে গাড়ি শুকনো জায়গায় নিয়ে যেতে হবে দ্রুততম সময়ে। নইলে হাইড্রোলক হয়ে স্পার্ক প্লাগ, ভাল্‌ভ ইত্যাদি নষ্ট এবং ইঞ্জিন নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

গ্যারেজে পার্কিং করা অবস্থায় জলাবদ্ধতা হলে

উঁচু জায়গায় গাড়ি রাখুন
গ্যারেজে বা পার্কিং এরিয়ায় উঁচু জায়গা থাকলে কার বা হ্যাচব্যাক জাতীয় গাড়ি সেখানে পার্ক করুন। তাতে গাড়ি ও ইঞ্জিন দুটোই নিরাপদে থাকবে। 

গাড়ির জানালা টেনে তুলে রাখুন
কোনো ফাঁক না রেখে গাড়ির জানালা সব সময় বন্ধ করে রাখবেন। নইলে পানি ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের ক্ষতি করবে। 

ব্যাটারি খুলে রাখুন
জলাবদ্ধতার আশঙ্কা থাকলে আগেভাগেই গাড়ির ব্যাটারি খুলে রাখুন। এতে  আপনার গাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমের সংযোগ বিচ্ছিন্ন হবে এবং সেগুলো নিরাপদ থাকবে। 

বন্যার পর করণীয় 

গাড়ির যন্ত্রাংশ শুকিয়ে নিন
বন্যার পানি নেমে যাওয়ার পর গাড়ির ইঞ্জিনসহ অন্যান্য যন্ত্র না শুকানো পর্যন্ত স্টার্ট দেবেন না। 

ব্রেক শুকিয়ে নিন
গাড়ির চাকা ও ব্রেক আগে পানিতে নিমজ্জিত হয়। গাড়ির ব্রেক যদি ঠিকঠাকমতো চলতে হয়, তবে অবশ্যই সেগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। গাড়ির ব্রেক ডিস্কে সামান্যতম পানির ফোঁটাও যেন না থাকে। 

ইন্টেরিয়র শুকিয়ে নিন
গাড়ির ইন্টেরিয়রে পানি ঢুকলে ইন্টেরিয়র ভালো করে শুকিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে গাড়ির সব দরজা খুলে সরাসরি সূর্যের আলোর নিচে গাড়ি রেখে দিন। এ ছাড়া ভ্যাকিউম ক্লিনার দিয়ে গাড়ির সিট, ফ্লোর, ম্যাট পরিষ্কার করে নিন। 

সব ধরনের লুব্রিকেন্ট পাল্টে নিন
গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে ইঞ্জিনে থাকা ইঞ্জিন ওয়েল, স্টিয়ারিং ওয়েল, মবিল, ব্রেক ওয়েলে পানি ঢুকতে পারে। এ রকম ঘটনা ঘটলে অবশ্যই সব লুব্রিকেন্ট পাল্টে নিতে হবে। 

ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং করিয়ে নিন
বন্যা-পরবর্তী প্রাথমিক সব রক্ষণাবেক্ষণের পর আপনার গাড়ি ভালো একটি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে সার্ভিসিং করিয়ে নিন। 

লেখক: সিইও ও ফাউন্ডার বাংলা অটোমোবাইল স্কিলস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত