Ajker Patrika

রোববার থেকে আবার পূর্ণিমা

রোববার থেকে আবার পূর্ণিমা

অনেক দিন তো কেটে গেল। সেই যে বছর দুয়েক আগে ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শুটিং করেছিলেন পূর্ণিমা, এর পর থেকে সব ধরনের গল্প-চরিত্র-চিত্রনাট্যের বাইরে তিনি। তবে ক্যামেরা থেকে একেবারে দূরে ছিলেন না। নন-ফিকশন অনুষ্ঠান করেছেন বিভিন্ন সময়ে। আর নিয়মিত করেছেন উপস্থাপনা। শুধু টিভি পর্দায় নয়, দেশের বিভিন্ন করপোরেট শোয়ে পূর্ণিমাকে পাওয়া গেছে মঞ্চে, উপস্থাপক হিসেবে। তবে যে কারণে তিনি আজকের পূর্ণিমা হয়ে উঠেছেন, জায়গা করে নিয়েছেন কোটি দর্শকের মনে; সেই সিনেমায় তিনি ফিরলেন অনেক দিন পর।

এত দিনে নিশ্চয়ই জেনে যাওয়ার কথা, নির্মাতা ছটকু আহমেদের নতুন সিনেমায় অভিনয় করছেন পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। ফেরদৌস আছেন এতে পূর্ণিমার সঙ্গে। আরও আছেন সুচরিতা, শাহনূর, মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাসের মতো অভিনয়শিল্পীরা। সেপ্টেম্বরের শুরুর দিকে ‘আহারে জীবন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পূর্ণিমা। তখন নির্মাতা ছটকু আহমেদ জানিয়েছিলেন, ১৬ অক্টোবর থেকে শুরু হবে শুটিং। সেটাই হচ্ছে। দীর্ঘদিনের বিরতি পেরিয়ে পূর্ণিমা আগামী রোববার থেকে আবার সিনেমার চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন সিনিয়র নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার। করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস, সিনেমাটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, রোববার থেকে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট, হজক্যাম্পসহ বিভিন্ন জায়গায় চলবে ‘আহারে জীবন’-এর শুটিং। করোনাকালীন কিছু ঘটনা নিয়েই সিনেমার গল্প সাজিয়েছেন নির্মাতা ছটকু আহমেদ। এতে ফেরদৌস অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর সহজ-সাধারণ এক মেয়ে দোলা চরিত্রে থাকবেন পূর্ণিমা।

আহারে জীবন’ সিনেমার নির্মাতা ছটকু আহমেদ বাংলা চলচ্চিত্রের অতিপরিচিত এক নাম। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু তাঁর। এরপর তিন শতাধিক সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’, ‘বুক ভরা ভালোবাসা’সহ অনেক সিনেমা পরিচালনা করেছেন ছটকু আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত