Ajker Patrika

করোনা শনাক্ত বেড়ে দ্বিগুণ

যশোর প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪: ২৮
করোনা শনাক্ত বেড়ে দ্বিগুণ

যশোরে এক লাফে দ্বিগুণ বেড়েছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। গতকাল শুক্রবার এক দিনে শনাক্ত হয়েছেন ১২৯ করোনা রোগী। ৩৫৪টি নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৬.৪৫ শতাংশ।

আগের দিন বৃহস্পতিবার ১৮৭টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয় এবং তারও আগের দিন বুধবার ২০৪ জনরে নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়। কিন্তু দুই দিনের ব্যবধানে ১০০ ছাড়ায় শনাক্তের সংখ্যা।

শুক্রবার যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি এসব তথ্য জানিয়েছে।

এ দিকে জেলায় প্রাথমিক স্তরের ১৬ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক স্কুলেই ৬ জন শিক্ষকের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৬৮ নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা পজিটিভ এসেছে।

এ ছাড়া র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৮৬ টিতে পজিটিভ এসেছে ৩৪ জনের। মোট ৩৫৪টি নমুনাতে ১২৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে যশোর সদরে ৮০, ঝিকরগাছায় ২১, শার্শায় ১৬, কেশবপুরে ৬, চৌগাছায় ৪, অভয়নগরে ২ জন রয়েছেন।

ডা. রেহেনেওয়াজ আরও জানান, জেলায় এ পর্যন্ত ২২ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৪১১ জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৫০২ জন। আর মারা গেছেন ৫১৭ জন।

এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, ‘জেলায় ইতিমধ্যে ১৬ জন শিক্ষকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যেসব শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের সবাই টিকার দুই ডোজ নিয়েছেন।’

শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম আরও বলেন, ‘শিক্ষকেরা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য মিললেও কোনো শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।’

প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সংক্রমিত ১৬ শিক্ষকের মধ্যে যশোর সদর উপজেলায় ১৪ জন এবং অপর দুজনের মধ্যে একজন শার্শায় ও অন্যজন অভয়নগরের। এক স্কুলে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন যশোর সদরের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন সহকারী শিক্ষক। এই বিদ্যালয়ে প্রথমে করোনা আক্রান্ত হন সহকারী শিক্ষক তানিয়া জামান তমা। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে ১০ জানুয়ারি যশোর জেনারেল হাসপাতালে নমুনা দেন। গত ১৩ জানুয়ারি খবর পান তিনি করোনা পজিটিভ।

করোনা উপসর্গ দেখা দেওয়ায় ওই দিন একই স্কুলের ১৭ জন শিক্ষকের মধ্যে ৫ শিক্ষক কানিজ ফাতেমা, হোসনে আরা, সুতপা রানি, সামছুন্নাহার সালমা ও জিনজিরা খাতুন নমুনা দেন। এর পর ১৫ ও ১৭ জানুয়ারি নমুনা দেওয়া সবারই করোনা শনাক্ত হয়।

সদরের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন, ‘আমার বিদ্যালয়ের ১৭ জন শিক্ষকদের মধ্যে ৬ জন শিক্ষক করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে তিন শিক্ষকের অবস্থা একটু খারাপ। বাকিরা সুস্থ আছেন। শিক্ষকেরা করোনা আক্রান্ত হওয়ার খবরে ইতিমধ্যে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ভীতি দেখা দিয়েছে।’

জেলায় ৮টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৮৯ টি। এসব বিদ্যালয়ে বর্তমানে কর্মরত ৪ হাজার ৪০০ শিক্ষকের সবাই করোনার টিকা নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত