Ajker Patrika

বেড়েছে গরম, বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১: ৩৬
বেড়েছে গরম, বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

গরমে ময়মনসিংহে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলায় অন্তত তিন শ ডায়রিয়ায় আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হঠাৎ করে ভ্যাপসা গরম পড়া শুরু হওয়ায় বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী। প্রতিদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪০ থেকে ৫০ জন রোগী। এসকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০ থেকে ৪০ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৩২০ জনের মতো শিশু।

এদিকে হঠাৎ করে এ ধরনের রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। হাসপাতালের মেঝে ও বারান্দায় ঠাঁই হয়েছে অনেকের। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় ১০ থেকে ১৫ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

মমেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার মমতাজ বেগমের দুই বছরের শিশু নাহিয়ান। মমতাজ বেগম বলেন, ‘হঠাৎ করে জ্বর ঠান্ডা এবং পাতলা পায়খানা হওয়ায় বাচ্চা পাঁচ দিন আগে ভর্তি করিয়েছি হাসপাতালে। এখনো তাঁর অবস্থা ভালো নয়। চিকিৎসকেরা বলছে আরও কয়েক দিন থাকতে হবে। ভেতরে সিট খালি না থাকায় বারান্দায় কষ্ট করে দিন-রাত কাটাচ্ছি। আমরা নিজেরাও অসুস্থ হয়ে পড়ছি।’

স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান বলেন, ‘আমার পাশের বাড়ির এক শিশুর হঠাৎ করে বমি, পাতলা পায়খানা শুরু হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিয়ে মমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে এসে দেখি শত শত রোগী। অনেকের অবস্থা খুব খারাপ।’

এসকে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা প্রজ্ঞানন্দ বলেন, ‘গরম বেড়ে যাওয়ায় প্রতিদিন ৩০ থেকে ৪০ জন ডায়রিয়ার রোগীকে সেবা দেওয়া হচ্ছে। যাদের অবস্থা খারাপ তাঁদের ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এখানে বেশির ভাগ বয়স্কদের সেবা দেওয়া হচ্ছে। ডায়রিয়া মোকাবিলায় চলাফেরা ও খাওয়া দাওয়ায় মানুষকে সচেতন হতে হবে।’

মমেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান নজরুল ইসলাম বলেন, ‘গরমে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি এবং কাশির মতো রোগীর সংখ্যা বেড়েছে। এসব রোগীর মধ্যে বেশির ভাগ শিশু। ডায়রিয়াসহ নানা রোগে প্রতিদিন হাসপাতালে ১০০ জনের মতো রোগী সেবা নিচ্ছেন।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘বর্তমানে দুই ওয়ার্ডে ভর্তি আছেন তিন শ’র ওপরে রোগী। আমরা সাধ্য অনুযায়ী তাদের সেবা দিয়ে যাচ্ছি। তবে এসব রোগে সচারাচর কেউ মারা যায়নি। শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি বাইরের খাবার পরিহার করতে হবে।’

জেলা সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহসহ সব উপজেলায় আবহাওয়া পরিবর্তনের জন্য রোগবালাই বৃদ্ধি পেয়েছে। এটা হওয়াই স্বাভাবিক। তবে একটু সচেতন হলে এসব রোগ থেকে রক্ষা পাওয়া সহজ। জেলায় তিন শ’র ওপরে ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছে। সবাইকেই আমরা সেবা দিয়ে যাচ্ছি। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত