Ajker Patrika

‘প্রচারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ’

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৪৯
‘প্রচারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ’

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রার্থীর সঙ্গে প্রচারে অংশ নিচ্ছেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। জনসংযোগ, সভা, সমাবেশে প্রকাশ্যে ভোট চাইছেন তাঁরা। এই শিক্ষকেরাই বিভিন্ন ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এ কারণে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এসব ছবি ও ভিডিও।

তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রচার শুরু হবে ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর। কিন্তু মনোনয়নপত্র দাখিলের পর থেকেই নির্বাচন ঘিরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ক্রমেই জড়িয়ে পড়ছেন প্রচারণায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের গণসংযোগের ছবি পোস্ট ও শেয়ার করে ভোট চাইছেন। এ নিয়ে বিব্রত সাধারণ শিক্ষকেরা।

উপজেলা নির্বাচন অফিস ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে কোনো ধরনের প্রচার করার নিয়ম নেই। তাঁরা যেহেতু নির্বাচনে ভোটগ্রহণ করবেন, প্রচারণায় অংশ নিলে তাঁদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। ভোটগ্রহণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রিসাইডিং, পোলিংসহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন।

সম্প্রতি খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) প্রধান শিক্ষক হারুন অর রশীদ ও আদমপুর ইউনিয়নের বালুচর সপ্রাবি প্রধান শিক্ষক মো. রোকন উদ্দিন বিএসসিসহ কয়েকজন শিক্ষক তাঁদের ফেসবুক ওয়ালে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট চেয়ে পোস্ট শেয়ার করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, সহকর্মীরা (শিক্ষক) যখন ফেসবুকে ভোট চেয়ে পোস্ট ট্যাগ করেন, তখন সাধারণ শিক্ষকেরা বিব্রত হন। এটা কাম্য নয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, নির্বাচনী প্রচারে শিক্ষকদের অংশগ্রহণ করা উচিত নয়। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত