Ajker Patrika

কোথাও বাধা, কোথাও হামলা, আহত ৩২ জন

আজকের পত্রিকা ডেস্ক
কোথাও বাধা, কোথাও হামলা, আহত ৩২ জন

সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সারা দেশে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা গণমিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া কোথা কোথাও পুলিশ ও ছাত্রলীগের হামলায় মিছিল পণ্ডের খবর পাওয়া গেছে। এ সব ঘটনায় বিএনপির ৩২ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ দলটির ১১ নেতা-কর্মীকে আটক করেছে।

গতকাল শনিবার বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও পটুয়াখালীতে এসব ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর: 
পটুয়াখালী: গণমিছিলে পটুয়াখালীতে দাঁড়াতেই পারেননি বিএনপির নেতা-কর্মীরা। সকাল থেকেই দলটির সভাস্থল পুরাতন আদালত মাঠটি পুলিশ ঘিরে রাখে এবং শহরজুড়ে মোটরসাইকেলে মহড়া দেয় পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা। এর ফলে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ভন্ডুল হয়ে যায়।

এদিকে ওই সভায় দলী কর্মীদের নিয়ে যোগদান করতে যাওয়ার সময় হামলার শিকার হন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী। তাঁকে মারধর করা হয়। এ ঘটনার জন্য রুমী ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘গণমিছিলে যাওয়ার সময় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা আমার ও কর্মীদের ওপর হামলা চারায়। এতে আমি এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি আহত হই।’

পিরোজপুর: পিরোজপুরে গণমিছিল ছাত্রলীগের হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার ও ১১ জনকে আটক করেছে পুলিশ। জেলা বিএনপির আহ্বায়ক  মো. আলমগীর হোসেন বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিক এবং সাধারণ সম্পাদক ইখতেখারুজ্জামান সজলের নেতৃত্বে বিএনপি কার্যালয় হামলা চালানো হয়। এতে বিএনপির কমপক্ষে ৩০ নেতা-কর্মী আহত হন।

তবে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিএনপি ও ছাত্রলীগে কর্মসূচি ছিল। ছাত্রলীগের মিছিলে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ বিএনপি কার্যালয় ও আশপাশে অভিযান চালিয়ে ৫টি ককটেল উদ্ধার এবং ১১ জনকে আটক করে।

বরিশাল: গতকাল দুপুরে বরিশাল নগর বিএনপি গণমিছিল করে। মিছিল শুরুর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের ভোটাধিকার, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা, জীবনের নিরাপত্তা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হটাতে হবে। দেশের মানুষ যে সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করে ছাড়ে। এবারের গণমুক্তির আন্দোলনে দেশের মানুষের বিজয় হবে। গণমিছিলে সভাপতিত্ব করেন বরিশাল নগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক।

ঝালকাঠি: ঝালকাঠিতে বিএনপির গণমিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টায় শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন জানান, গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া 
করলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতা–কর্মীরা। সেখানেই পুলিশের বেড়িকেডের মধ্যে সমাবেশ করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত