Ajker Patrika

কম দামে উন্নত বীজ পেলেন কৃষক

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০: ০৭
কম দামে উন্নত বীজ পেলেন কৃষক

বরিশালের গৌরনদীতে ৫টি প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের মধ্যে উন্নতমানের মসুরের, খেসারি, মুগ ডাল ও সরিষাসহ বিভিন্ন জাতের বীজ অল্পদামে সরবরাহ করছে কৃষি অধিদপ্তর। সহজে এসব বীজ সংগ্রহ করতে পেরে খুশি চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা সংরক্ষণের তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নে গতকাল সোমবার প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে বীজ, সার ও বীজ সংরক্ষণের উপকরণ দেওয়া হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা দীপংকর বাড়ৈ জানান, উল্লেখিত ৫টি ইউনিয়নে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে উৎপাদন করে বারি মসুরের ডাল-৮, বারি খোসারি-৩, বারি মুগ ডাল-৬, বারি সরিষা-১৪ সহ বিভিন্ন জাতের বীজ সংরক্ষণ করা হয়। যা এলাকার সাধারণ কৃষক অল্পদামে কিনতে পেরেছেন প্রদর্শনীর মাধ্যমে। বীজের জন্য কোম্পানি বা বিআরডিসি কাছে দ্বারস্থ হতে হতে হয় না।

খাঞ্জাপুর ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক মাহফুজ হাওলাদার জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উন্নতমানের বিভিন্ন জাতের বীজ ন্যায্য মূল্যে কৃষকেরা তার বাড়ি থেকে ক্রয় করে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত