দিনাজপুর প্রতিনিধি
নিজ জেলা দিনাজপুর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন একই দলের সংসদ সদস্য শিবলী সাদিক। জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হওয়ার জেরে ফেসবুক লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।
সাদিক গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন। তিনি ২৯ মিনিট ৪৩ সেকেন্ডের লাইভে আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
পাশাপাশি জেলা সভাপতির বিভিন্ন কর্মকাণ্ডের খোলামেলা সমালোচনা করেন।
সাদিক বক্তব্যে বলেন, ‘তাঁর অনুষ্ঠানে হাজারো মানুষ আসায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজারের গাত্রদাহ হয়। গঠনতন্ত্র মোতাবেক কাজ করতে চাওয়ায় এবং জেলা সভাপতির ইচ্ছেমাফিক পকেট কমিটি করার প্রস্তাব না মানায় ষড়যন্ত্র হচ্ছে বলেও উল্লেখ করে তিনি।’
সাদিক দাবি করেন, ফিজারের ক্ষমতায় থাকার জন্য গ্রুপিং জিইয়ে রাখা হচ্ছে। জেলা সভাপতির খারাপ আচরণের কারণে তিনি সভাপতির নির্বাচনী এলাকার মধ্যে থাকা জমি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।
ফিজার ক্ষমতা ধরে রাখতে নিজের আসন ছাড়া সব আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করান বলেও অভিযোগ করেন সাদিক।
তিনি বলেন, ‘আমি যদি প্রকৃতপক্ষেই ভূমিদস্যু হয়ে থাকি তাহলে আমার নামে মামলা করা হোক, আমাকে আইনের আওতায় আনা হোক, আমার শাস্তির ব্যবস্থা
করা হোক।’
জেলা আওয়ামী লীগের সভাপতির আচরণ এবং ব্যবহারে পরিবর্তন না এলে প্রত্যেক এলাকায় ব্যারিকেড সৃষ্টি করবেন বলে হুঁশিয়ারি দেন সাদিক।
আশাবাদ ব্যক্ত তিনি বলেন, ‘আমি খুব চেষ্টায় আছি, কোনোভাবে যদি ইকবাল ভাই (হুইপ ইকবালুর রহিম) ও খালিদ ভাইকে (নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী) একই মঞ্চে আনতে পারতাম, তবে দিনাজপুরের এই সংকটটা কাটিয়ে উঠতে পারতাম।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রী ফিজার আজকের পত্রিকাকে জানান, শিবলী সাদিক তাঁর প্রতিদ্বন্দ্বী নন এবং এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
নিজ জেলা দিনাজপুর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন একই দলের সংসদ সদস্য শিবলী সাদিক। জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হওয়ার জেরে ফেসবুক লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।
সাদিক গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন। তিনি ২৯ মিনিট ৪৩ সেকেন্ডের লাইভে আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
পাশাপাশি জেলা সভাপতির বিভিন্ন কর্মকাণ্ডের খোলামেলা সমালোচনা করেন।
সাদিক বক্তব্যে বলেন, ‘তাঁর অনুষ্ঠানে হাজারো মানুষ আসায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজারের গাত্রদাহ হয়। গঠনতন্ত্র মোতাবেক কাজ করতে চাওয়ায় এবং জেলা সভাপতির ইচ্ছেমাফিক পকেট কমিটি করার প্রস্তাব না মানায় ষড়যন্ত্র হচ্ছে বলেও উল্লেখ করে তিনি।’
সাদিক দাবি করেন, ফিজারের ক্ষমতায় থাকার জন্য গ্রুপিং জিইয়ে রাখা হচ্ছে। জেলা সভাপতির খারাপ আচরণের কারণে তিনি সভাপতির নির্বাচনী এলাকার মধ্যে থাকা জমি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।
ফিজার ক্ষমতা ধরে রাখতে নিজের আসন ছাড়া সব আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করান বলেও অভিযোগ করেন সাদিক।
তিনি বলেন, ‘আমি যদি প্রকৃতপক্ষেই ভূমিদস্যু হয়ে থাকি তাহলে আমার নামে মামলা করা হোক, আমাকে আইনের আওতায় আনা হোক, আমার শাস্তির ব্যবস্থা
করা হোক।’
জেলা আওয়ামী লীগের সভাপতির আচরণ এবং ব্যবহারে পরিবর্তন না এলে প্রত্যেক এলাকায় ব্যারিকেড সৃষ্টি করবেন বলে হুঁশিয়ারি দেন সাদিক।
আশাবাদ ব্যক্ত তিনি বলেন, ‘আমি খুব চেষ্টায় আছি, কোনোভাবে যদি ইকবাল ভাই (হুইপ ইকবালুর রহিম) ও খালিদ ভাইকে (নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী) একই মঞ্চে আনতে পারতাম, তবে দিনাজপুরের এই সংকটটা কাটিয়ে উঠতে পারতাম।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রী ফিজার আজকের পত্রিকাকে জানান, শিবলী সাদিক তাঁর প্রতিদ্বন্দ্বী নন এবং এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪