Ajker Patrika

ফিজারের বিরুদ্ধে নানা অভিযোগ সাদিকের

দিনাজপুর প্রতিনিধি
ফিজারের বিরুদ্ধে নানা অভিযোগ সাদিকের

নিজ জেলা দিনাজপুর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন একই দলের সংসদ সদস্য শিবলী সাদিক। জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হওয়ার জেরে ফেসবুক লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।

সাদিক গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন। তিনি ২৯ মিনিট ৪৩ সেকেন্ডের লাইভে আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।

পাশাপাশি জেলা সভাপতির বিভিন্ন কর্মকাণ্ডের খোলামেলা সমালোচনা করেন।

সাদিক বক্তব্যে বলেন, ‘তাঁর অনুষ্ঠানে হাজারো মানুষ আসায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজারের গাত্রদাহ হয়। গঠনতন্ত্র মোতাবেক কাজ করতে চাওয়ায় এবং জেলা সভাপতির ইচ্ছেমাফিক পকেট কমিটি করার প্রস্তাব না মানায় ষড়যন্ত্র হচ্ছে বলেও উল্লেখ করে তিনি।’

সাদিক দাবি করেন, ফিজারের ক্ষমতায় থাকার জন্য গ্রুপিং জিইয়ে রাখা হচ্ছে। জেলা সভাপতির খারাপ আচরণের কারণে তিনি সভাপতির নির্বাচনী এলাকার মধ্যে থাকা জমি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।

ফিজার ক্ষমতা ধরে রাখতে নিজের আসন ছাড়া সব আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করান বলেও অভিযোগ করেন সাদিক।

তিনি বলেন, ‘আমি যদি প্রকৃতপক্ষেই ভূমিদস্যু হয়ে থাকি তাহলে আমার নামে মামলা করা হোক, আমাকে আইনের আওতায় আনা হোক, আমার শাস্তির ব্যবস্থা 
করা হোক।’

জেলা আওয়ামী লীগের সভাপতির আচরণ এবং ব্যবহারে পরিবর্তন না এলে প্রত্যেক এলাকায় ব্যারিকেড সৃষ্টি করবেন বলে হুঁশিয়ারি দেন সাদিক।

আশাবাদ ব্যক্ত তিনি বলেন, ‘আমি খুব চেষ্টায় আছি, কোনোভাবে যদি ইকবাল ভাই (হুইপ ইকবালুর রহিম) ও খালিদ ভাইকে (নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী) একই মঞ্চে আনতে পারতাম, তবে দিনাজপুরের এই সংকটটা কাটিয়ে উঠতে পারতাম।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রী ফিজার আজকের পত্রিকাকে জানান, শিবলী সাদিক তাঁর প্রতিদ্বন্দ্বী নন এবং এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না​।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত